December 4, 2024

ব্যানারের অমলিনতায় সৌন্দর্য বিঘ্নিত

1 min read

জয়ন্ত বোস , বর্তমানের কথা মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় ও আন্তরিকতার ছোঁয়ায় সমগ্র বাংলা জুড়ে যে উন্নয়ন ও সৌন্দর্যর বাতাবরণ তৈরী হয়েছে ও হচ্ছে তারই মধ্যে বিভিন্ন সামাজিক , সরকারী , উতসবের অনুষ্ঠানে সময় সরকারি ও বেসরকারি ভাবে মাননীয়া মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে জনগণের নিকট শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে ফ্লেক্সের মাধ্যমে ব্যানার গুলি শহরের বিভিন্ন ওয়ার্ডের অলিগলি এবং মেন রাস্তার পাশে টাঙ্গানো হয় তা এককথায় অভূতপূর্ব. বিভিন্ন উত্সবের আগাম বার্তা জনগণ ঐ টাঙ্গানো ব্যানার দেখেই বুঝতে পারে ও শুভেচ্ছা বার্তা গ্রহণ করে . ব্যানারের বিভিন্ন রংবেরং এর শিল্পকলার ছোঁয়ায় সমৃদ্ধ রূপ জনগণের দৃষ্টিকে চুম্বকের মতো আকৃষ্ট করে বিশেষ করে সেই ব্যানারে যখন আমাদের রাজ্যের সকলের শ্রদ্ধেয়া   মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতাময়ী হাসি মুখের ছবি ফুটে উঠে . কিন্তু সকল অনুষ্ঠানের জন্য বিভিন্ন জায়গায় টাঙ্গানো মুখ্যমন্ত্রীর মমতাময়ী হাসি মুখের ছবি সহ যে কোন বার্তা বা শুভেচ্ছা বার্তার ফ্লেক্স ব্যানারগুলি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন ধরে রাস্তার পাশে যেমন তেমন ভাবে পরে থাকে তাতে করে ব্যানারের মলিনতাই নয় শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রীর মমতাময়ীহাসি মুখের মলিনতা যেন কোথায় হারিয়ে যাচ্ছে সাথে একটি সৌন্দর্যর বিঘ্ন ঘটছে . বর্তমানে  কালিয়াগঞ্জ শহরের সৌন্দর্য্য রূপায়নের কারিগর পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পালের সাথে সৌন্দর্য্য রূপায়নের  সহযোগীতায় এগিয়ে আসা রুচি সম্পন্ন জনগণের আশা যেমন তেমন ভাবে পরে থাকা উক্ত ব্যানারগুলো যদি পৌর প্রশাসন সরিয়ে নেয় তবে ব্যানারের অমলিনতায় সৌন্দর্য বিঘ্নিত ঘটবে না.সুনাগরিক হিসাবে  আমাদের সকলের নৈতিক একটা দ্বায়িত্ব থেকেই যায় . আসুন সবাই মিলে ছোট্ট শহর কালিয়াগঞ্জ আমাদের মাতৃভূমিকে সৌন্দর্যর চাদরে ঢেকে রাখি .

13 thoughts on “ব্যানারের অমলিনতায় সৌন্দর্য বিঘ্নিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *