ইটাহারে স্বাস্থ্য কেন্দ্রে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা
1 min read(বর্তমানের কথা) স্বাস্থ্য কেন্দ্রে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা বুধবার ইটাহারে । এদিন ঘটনাটি ইটাহার থানার সরুন এক নম্বর অঞ্চলের সরুন স্বাস্থ্য কেন্দ্রে এদিন গ্রামের বাসিন্দা স্বাস্থ্য কেন্দ্রের সামনে গিয়ে দপ্তরের গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন, গ্রামের বাসিন্দা জামসেদ আলী বলেন এই স্বাস্থ্য কেন্দ্রের উপ সরুন এক নম্বর সহ সহ পাশ্ববতী তিনটি অঞ্চলের কয়েক হাজার সাধারণ মানুষের এই স্বাস্থ্য কেন্দ্রের উপর ভরসা অথচ কোন ডাক্তার নেই, এমনকি এক মেডিক্যাল অফিসার ছিল তাও আবার গত কয়েক দিন আগে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ফলে বর্তমানে চার জন ডি গ্রুপের কর্মি’ দিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, এই ভাবে একটি স্বাস্থ্য কেন্দ্রে পরিসেবা দেওয়া যায় না, ফলে অবিলম্বে চিকিৎসা রাখতে হবে, কেননা চিকিৎসা পরিষেবা সব ধরনের পরিকাঠামো রয়েছে স্বাস্থ্য কেন্দ্রে । এদিন বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ, যান ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক রাখেশ চক্রবর্তী, অবশেষে বিখোপ কারি দের ব্লক স্বাস্থ্য আধিকারিক আশ্বাস দিলে বিক্ষোভ তুলে দেন আন্দোলন কারিরা।