December 4, 2024

পঞ্চায়েত ভোট নিয়ে নিজের দৃষ্টি ভঙ্গি সাফ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read

প্রীতম সাঁতরা : পঞ্চায়েত ভোট নিয়ে নিজের দৃষ্টি ভঙ্গি সাফ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠকে আরও একবার নিজের হাতিয়ার ঝালিয়ে নিলেন দলনেত্রী। সাফ জানিয়ে দিলেন, কোন অবস্থাতেই বরদস্ত করা হবে না গোষ্ঠী দ্বন্দ। বৈঠকে উঠে এসেছিল ক্যানিং, ভাঙ্গড়, বাসন্তীর মত জায়গায় গোষ্ঠী দ্বন্দ প্রসঙ্গ। অবস্থার পরিবর্তন না হলে স্থানীয় তৃণমূল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেও যে পিছ পা হবেন না তাও জানিয়েছেন তিনি। দলের ট্রেড ইউনিয়ন অন্তর্দ্বন্দ বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দলনেত্রী। এদিকে, কেন্দ্রীয় বাজেট পেশ করার ঠিক এক দিন আগে মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনেরকথা মাথায় রেখেই বাজেট পেশ করছে কেন্দ্র। মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলনের ডাকও দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *