December 5, 2024

ছোট থেকে বড় র সুপারমুন দেখতে ভিড় জমাল কচি কাঁচা শুরু করে বড়রা

1 min read

পুরুলিয়া (বর্তমানের কথা)ঃ  ছোট থেকে বড় র সুপারমুন দেখতে ভিড় জমাল কচি কাঁচা শুরু করে বড়রা। বুধবার ব্রেক থ্রু সাইন্স সোসাইটি থেকে পুরুলিয়ার বান্দোয়ান  ব্লকের  ডঃ এ এন ঝা  হাই স্কুল ছাদে  টেলিস্কোপ বসানো হয়। সেখানে  ছাত্র-ছাত্রীদের মধ্যে  চন্দ্রগ্রহণ  দেখতে ভিড় জমায় এলাকার ছাত্র-ছাত্রীরা। এছাড়া পুরুলিয়া শহরের ms ময়দানে টেলিস্কোপ সাহায্য চন্দ্রগ্রহণ দেখার সুযোগ করে দেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।  ছবি ও তথ্য রথীন্দ্র নাথ মাহাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *