১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে জয়ের মুকুট জুড়েছে ভারতের ছোটদের কপালে
1 min readপ্রীতম সাঁতরা: অনুর্ধ- ১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে জয়ের মুকুট জুড়েছে ভারতের ছোটদের কপালে। দেশ তথা সমগ্র ভারতবর্ষই এখন উচ্ছ্বসিত শুভমন, কাগারকোটিদের নিয়ে। কিন্তু এই জয়ের আসল কারিগর যিনি, সেই রাহুল শরদ দ্রাবিড় কি বলেছেন নিজের ছেলেদের নিয়ে। দ্রাবিড়ও অবশ্য স্বভাবতই খুব গর্বিত পৃথ্বীদের নিয়ে। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘আমি ছেলেদের জন্য গর্বিত। ওরা যে পরিশ্রম করেছে, সেটা গর্বের বিষয়। সাপোর্ট স্টাফরাও দারুণ কাজ করেছে। গত ১৪ মাস ধরে আমরা যে পরিশ্রম করেছি, সেটারই ফল পেলাম। ছেলেদের এই সাফল্য প্রাপ্য ছিল। দল বিশ্বকাপ না জিতলে ছেলেদের জন্য সত্যি খুশি ও গর্বিত হতে পারতাম না।’ যদিও টিমের সাফল্যে স্বভাবসিদ্ধ ঢঙয়ে গা ভাসাতে নারাজ তিনি। মৃদুভাষী রাহুল কৃতিত্ব দিয়েছেন টিমের সাপোর্টিং স্টাফদের। অধিনায়কের মুখেও সোনা গেলো প্রায় এ
কই সুর। কৃতিত্ব দিলেন সমগ্র টিম তথা টিম ম্যানেজমেন্টকে।