কালিয়াগঞ্জের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান শিমুলতলা একাদশ
1 min read
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর স্টেডিয়ামে তিনদিনব্যাপী স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের পরিচালনায় ক্ষিতিশ চন্দ্র সরকার ও পরিমল রানী সরকার চ্যাম্পিয়ন ট্রফি ও বসন্ত দাস রানার্স ট্রফির ক্রিকেট খেলায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে কালিয়াগঞ্জ শিমুলতলা একাদশ ক্লাব।রানাস হয় কালিয়াগঞ্জ কস্কো।জানা যায় 7 ওভারে কালিয়াগঞ্জ শিমুল তলা একাদশ কস্কো ক্লাবকে হারিয়ে জয়ী হয়।খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন সমাজসেবী টুবাই দাস।ক্লাব সম্পাদক জানান প্রাইজ মানি হিসাবে চ্যাম্পিয়ান দলকে 15 হাজার ও রানার্স দলকে 10 হাজার টাকা দেওয়া হয়।খেলায় ম্যান অফ দি ম্যাচের সন্মান পায় দীপক সাহা। শিমুল তলা একাদশের বিকি দাস ম্যান অফ দি সিরিজের পুরস্কার পায়। খেলায় বেস্ট বোলারের সন্মান ও বেস্ট ব্যাটস ম্যানের সন্মান পায় যথাক্রমে বিকি দাস ও মান্না শর্মা।ফাইনাল খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।