৫ কোটি টাকা ব্যয়ে কালিয়াগঞ্জ পৌর স্টেডিয়াম নির্মাণ হতে চলেছে
1 min readতপন চক্রবর্তী ঃ-অবশেষে উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রসিদপুরে পৌরসভার নির্ধারিত জমিতে স্টেডিয়াম নির্মাণের জন্য রাজ্য সরকার ৫কোটি টাকা মঞ্জুর করল।কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল এক সাক্ষাৎকারে জানান কালিয়াগঞ্জ বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন একটি উন্নত মানের স্টেডিয়াম যার কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তিনি বলেন ইতিমধ্যেই টেন্ডার ডাকার কাজ শেষ হয়ে গেছে।কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান জানান কালিয়াগঞ্জে স্টেডিয়াম নির্মানের কাজ চলার সাথে সাথে একটি ইনডোর স্টেডিয়ামের নির্মাণের কাজ ও শুরু হয়ে যাবে বলেও তিনি জানান।ক্রীড়াশিক্ষক দীপক গুহ বলেন কালিয়াগঞ্জ শহরের মানুষদের বিশেষ করে বিভিন্ন স্তরের খেলোয়াড়দের প্রয়োজনে অনেকদিন আগেই একটি সুন্দর খেলার মাঠের প্রয়োজন ছিল।এই স্টেডিয়াম নির্মাণ হবার পর আর কোন সমস্যা থাকবেনা।কারন কালিয়াগঞ্জের ছেলেমেয়েরা বর্তমানে জেলা বা রাজ্যেই শুধু যাচ্ছেনা।এই অঞ্চলের ছেলে মেয়েরা বর্তমানে জাতীয় স্তরেও খেলার সুযোগ পাচ্ছে।যা আমাদের অত্যন্ত গর্বের বলা যায়।জানা যায় কালিয়াগঞ্জের রশিদপুর স্টেডিয়াম নির্মাণের বাউন্ডারি ওয়াল তৈরি করবার জন্য রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি তার সংসদ কিতার টাকা দিয়েছিল।তা দিয়ে স্টেডিয়ামের বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়।কিন্তু তার পর থেকে স্টেডিয়ামের আর কোন কাজ হয়নি।এবার পুরো উদ্যমে কাজ শুরু হয়ে যাবে এই খবর পাওয়া মাত্র কালিয়াগঞ্জ শহরের মানুষদের মধ্যে আনন্দের বন্যা ব ইতে শুরু করে দেয়।