প্রিয়াঙ্কা চোপড়া মাদার টেরিজা স্মৃতি পুরস্কার পেলেন
1 min read(বর্তমানের কথা) ঃমুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া মাদার টেরিজা স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন । তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে সামাজিক ন্যায় ও অধিকারে অবদানের জন্য । বিভিন্ন সমাজ সেবামূলক কাজ সমানে করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া রুপোলি পর্দায় অভিনয়ের পাশাপাশি । উদ্বাস্তু শিশুদের সঙ্গে সময় কাটান যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার গিয়ে তিনি। এছাড়াও উনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে গোটা বিশ্বজুড়ে একাধিক সমাজ সেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।
এর আগে তিনি পুরস্কার পেয়েছেন কিরণ বেদি, আন্না হাজার, অস্কার ফানন্ডেশ, সুধা মূর্তি, সুষমা স্বরাজ, মালালা ইউসুফজাই মতো ব্যক্তিত্ব এই পুরস্কার পেয়েছেন। বর্তমানে আমেরিকায় অভিনয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া।
এর আগে তিনি পুরস্কার পেয়েছেন কিরণ বেদি, আন্না হাজার, অস্কার ফানন্ডেশ, সুধা মূর্তি, সুষমা স্বরাজ, মালালা ইউসুফজাই মতো ব্যক্তিত্ব এই পুরস্কার পেয়েছেন। বর্তমানে আমেরিকায় অভিনয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া।