আলিয়া ভাট রণবীরকে বিয়েও করে ফেলতে পারেন!
1 min readবলিউড স্টার রনবীর কাপুর এবং আলিয়া ভাট
মুম্বাই,(বর্তমানের কথা) ঃ বলিউড পাড়ায় জোর গুঞ্জন, দীপিকা, ক্যাটরিনা, মাহিরা খানের পর এবার নাকি আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ রণবীর কাপুর। অন্যদিকে নাকি রণবীরের প্রেমে বেশ মজেছেন আলিয়া ভাটও।
করণ জোহরের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন রণবীর ও আলিয়া। এমনকি নতুন বছরের শুরুটাও একসঙ্গে কাটিয়েছেন তারা। শোনা গেছে, রণবীর ও আলিয়ার মেলামেশার গল্প শুনে নাকি বেশ দুঃখ পেয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।অন্যদিকে করণ জোহরের কফি উইথ করণে এসে আলিয়া ভাট জানিয়েছিলেন, রণবীর কাপুরের প্রতি তার একটা ক্রাশ রয়েছে অনেক দিন থেকেই। এমনকি আলিয়া সোজাসুজি বলেন, সুযোগ পেলে রণবীর কাপুরকে বিয়েও করে ফেলতে পারেন তিনি।