২৬ লাখ টাকা পেয়ে দিসে হারা গৌর সরকার
1 min readমামুন সরকার( দক্ষিণ দিনাজপুর) : লটারিতে ২৬ লাখ টাকা পেয়ে দিসে হারা উত্তর মহেন্দ্র গ্রামের বাসিন্দা গৌর সরকার । ভয় পেয়ে থানায় ছুটে যায় যুবক ও তার মা ।পেশায় একজন মাছ ব্যবসাহি খুব দরিদ্র পরিবার দিন আনে দিন খাই এমন এক জন মানুষের ভাগ্যে খুলে গেল তাতে অবাক সবাই ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে গৌর সরকার মাঝে মধ্যে নিজের ভাগ্য কেমন দেখার জন্য লটারি কাটতেন আর গত কাল তার প্রমান পেলেন সে নিজে ।তবে অনেক মানুষ আছেন লটারি কেটে সর্ব শান্ত হয়েছেন।
আবার অনেকে লাভবান ২৬ লাখ টাকা পেয়ে গৌর সরকার আত্মহারা হয়ে টিকিট নিয়ে ছুটে যাই থানায় নিজের আত্ম রক্ষার জন্য হরিরামপুর থানার ic বিনোদ ছেত্রী আস্বাস দিয়েছেন পুলিশ তার পাশে থাকবে ও সহযোগিতা করবেন ।