ডাকে পাঠানো বাক্স খুলে জ্যান্ত বাঘের বাচ্চা
1 min read(বর্তমানের কথা) ঃ নীল রঙের বাক্সটি ডাকে যাচ্ছিল । খুলতেই তাজ্জব সবাই। বাক্স থেকে বেরোল আস্ত একটা রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক। ঘটনা মেক্সিকোর জেলিসকো শহরের ত্লাকেপাকে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের। ব্যাঘ্রশাবকটিকে উদ্ধার করেছে মেক্সিকোর বনদফতর। বাক্সের ভিতরে বাঘের বাচ্চার সেই ছবি ফেসবুকে পোস্ট করেছে মেক্সিকো পুলিস। সেই ছবি দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের।এমনিতে পাচারের ব্যাপারে বিশ্বজোড়া মেক্সিকোর নামডাক আছে। নিন্দুকে বলে, সেখানকার সরকার নাকি বকলমে চালায় মাদক পাচারকারীরাই। তাই বলে বাঘ পাচার! পুলিস সূত্রে জানা গিয়েছে, জালিসকো থেকে কোয়েরেতারো প্রদেশে যাচ্ছিল বাক্সটি। বাক্সটি ত্লাকেপাক কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে পৌঁছতেই ডাকাডাকি শুরু করে সন্ধানী কুকুর। তখনই বাক্সটি খোলার সিদ্ধান্ত নেন নিরাপত্তারক্ষীরা।