October 4, 2024

মুর্শিদাবাদের দৌলতাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস

1 min read

শুভদীপ চক্রবর্তী (দিনহাটা) : মুর্শিদাবাদের দৌলতাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেফের নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ।বুধবার দুপুর তিনটানাগাদ  বাস দুর্ঘটনাটি ঘটেছে দিনহাটা কোচবিহার সড়কের জোর পুল এলাকায়। জানা গেছে,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার WB 63 / 4598 নম্বরের ঐ বাস দিনহাটা থেকে কোচবিহারেরদিকে যাচ্ছিল। ভেটাগুরির কাছে জোর পুল এলাকায় রাস্তার কাজের জন্যে ডাইভার্সন থাকায় তা পারহতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের জমি পড়ে যায় ।  স্থানীয়দের তপরতায়আহতদের উদ্ধার করে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতাল , দেওয়ান হাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কোচবিহার এম জে এন হাসপাতালে নিয়ে গিয়ে তাদের ভর্তি করা হয় । এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক   বলে জানা গিয়েছে । বাস যাত্রীদের মধ্যে স্বপ্না পাল, অঞ্জলিসরকার বলেন , এই বাসে করে দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিলাম ভেটাগুরির কাছে বাসটিনিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় । পড়ে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তিকরান বলে তারা জানান । এই বাস দুর্ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তলবন্দ্যোপাধ্যায় ও দিনহাটা থানার আইসি জহর জ্যোতি রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । এই পথ দুর্ঘটনার ফলে ঐ এলাকায় তিব্রযানজটের সৃষ্টি হলে পরে পুলিশ বাহিনী গিয়ে তা নিয়ন্ত্রন করে । জানা গেছে কোচবিহার- দিনহাটাসড়ক সংস্কারের জন্য রাস্তার  বেশিরভাগ জায়গায় খানাখন্দে ভরে গিয়েছে। রাস্তার দুই ধারে গর্তকরা হয়েছে। ফলে ওই রাস্তায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। প্রতক্ষ্যদর্শী দের মধ্যে প্রদীপ রায় ,স্বপন কান্তি বর্মন প্রমুখ বলেন ,বাসটি দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল সে সময়রাস্তায় থাকা ডাইভার্সন দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে । এলাকাবাসীদের দাবী, দ্রুতরাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন চলাচলের উপযুক্ত করেতোলা হোক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *