December 4, 2024

গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাব মেটাতে জেলা হাসপাতাল হবে মেডিক্যাল কলেজ

1 min read

বর্তমানের কথা ঃ মেডিক্যাল কলেজের সমকক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্রজেলা হাসপাতালগুলিকে  । গতকাল  সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন নীতি আয়োগের চিফ এগজিকিউটিভ অফিসার অমিতাভ কান্ত। গ্রামীণ এলাকায় চিকিসকের অভাব মেটাতে এই উদ্যোগ বলে জানিয়েছেনতিনি। তিনি বলেন, ২০১৮-২০১৯ আর্থিক বছরের বাজেটে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়েছে সরকার। তার মধ্যে দুটি বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য। এক, গ্রামীণ এলাকায় উন্নত পরিষেবা প্রদানে সক্ষম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা। এরকম দেড় লক্ষ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব নেওয়া হয়েছে বাজেটে। দুই, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প (এনএইচপিএস) গ্রহণ। 

এই প্রকল্পে দেশের প্রায় ৫০ কোটি মানুষ উপকৃত হবেন। প্রায় ৪০ শতাংশ দেশবাসীকে এই বিমা প্রকল্পের অন্তর্ভুক্ত করাই অন্যতম লক্ষ্য বলে কান্ত জানিয়েছেন। এরই পাশাপাশি তিনি বলেছেন, গ্রামীণ এলাকায় শুধু উন্নত স্বাস্থ্যকেন্দ্র তৈরি করাই নয়। চিকিসকের অভাব মেটানোর ক্ষেত্রেও নজর রয়েছে কেন্দ্রের। এর জন্য জেলা হাসপাতালগুলিকে মেডিক্যাল কলেজের সমকক্ষ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে চিকিসকের অভাব অনেকটাই মিটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন কান্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *