সানি লিওন কে এবার টেক্কা মালযালামের অভিনেত্রীর
1 min read।
বর্তমান কথা , নিউজ ডেক্স :- ৩০ সেকেন্ডের ভিডিও তে ঝড় তুলেছেন মালায়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার।এখন ইন্টারনেটে সব জায়গায় ছড়িয়ে পড়েছে প্রিয়া । লক্ষ লক্ষ দর্শক তার এই ভুরু কাপানোর দৃশ্যে মুগ্ধ ।তার এই দৃশ্য বহু মানুষের পাগল হয়ে পড়েছেন । তবে মাত্র সাতদিনে সানি লিয়নকে টেক্কা দিতে চলেছে প্রিয়া। শোনা যাচ্ছে, প্রিয়ার যে হারে জনপ্রিয়তা বাড়ছে তাতে খুব শিগগিরিই সে গুগল মোস্ট সার্চড-র তালিকায় পৌঁছে যাবে। আর সেই সময়েও দূর নেই যে এই তালিকায় শীর্ষে থাকা সানি লিয়নকে পিছনে ফেলে দেবে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওরু আদার লাভ নামে মালায়ালাম ছবির একটি গানের ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, প্রিয়া তাঁর সঙ্গীকে ইশারা করছে। ভিডিও ভাইরাল হওয়ার পর একদিনেই প্রিয়ার ফলোয়ার সংখ্যা বেড়ে ৬ লাখ হয়। গত ৭ দিনে তা ৩০ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি প্রিয়ার বিষয়ে জানতে বহু মানুষই এখন গুগল সার্চ করছে। ফলে সানি লিয়ন, দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফকে বড় প্রতিযোগিতায় ফেলে দিয়েছেন দক্ষিণের এই অভিনেত্রী।জানা গেছে, ২১ বছরের প্রিয়া B.COM-র ছাত্রী। অভিনয় করেছে বেশকিছু ছবিতে। তবে গত সপ্তাহে ছবির টিজ়ার প্রকাশ হতেই প্রিয়ার কয়েক সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে। আর প্রিয়ার জনপ্রিয়তা দেখে ছবি নির্মাতারা ফের একটি টিজ়ার সামনে আনে। সেখানেও প্রিয়ার দুষ্টু মিষ্টি হাসি ধরা পড়েছে। প্রসঙ্গত, গতবছর গুগল মোস্ট সার্চডের তালিকায় এক নম্বরে ছিলেন সানি। এর পর দ্বিতীয় ও তৃতীয় দীপিকা ও ক্যাটরিনা কাইফ ছিলেন। তবে যে হারে প্রিয়ার জনপ্রিয়তা বাড়ছে তাতে এই তালিকায় বড়সড় পরিবর্তন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই সে সকল নাইকাদের টেক্কা দিয়ে প্রথম স্থান অর্জন করবে এমনি ধারণা সকলের।