December 21, 2024

কুলিকের গুরুত্ব তুলে ধরতে ছাত্র ছাত্রীদের হাতে তৈরি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র

1 min read

শঙ্কর গুপ্তা রায়গঞ্জ উত্তর দিনাজপুর:-রায়গঞ্জ শহরের একমাত্র নদী ‘কুলিক’,তার দূষণ সম্পর্কে জন সচেতনতা এবং দূষণ বন্ধের জন্য রায়গঞ্জ বাসীর কাছে কুলিকের গুরুত্ব কতটা তা বোঝানোর জন্য রায়গঞ্জ এর কিছু দ্বাদশ এবং স্নাতক শ্রেণীর পাঠরত ছাত্রছাত্রীদের গড়ে তোলা ‘ফিনিক্স প্রোডাকশন হাউসের’ উদ্যোগে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র ‘কুলিক’ বানানো হয়েছে।এই তথ্যচিত্রের পরিচালনা,পুরুষ কন্ঠে পাঠ এবং স্ক্রিপ্ট লিখেছে আকাশ চাকী।। রবীন্দ্রনাথের গান করেছে সুরভি মোদক।।শাস্ত্রীয় সঙ্গীত এবং সঙ্গীত পরিচালনা করেছে আকাশ সরকার।।মহিলা কন্ঠে পাঠ করেছে এরিনা ভদ্র।।যন্ত্র সংগীত পরিবেশনা করেছে সৌরভ চৌধুরী।।ক্যামেরা করেছে গৌরব রায় এবং নির্মান করেছে মানব মুখার্জী।২২ শে জানুয়ারি  সন্ধ্যে ৭ টায় রামকৃষ্ণ বিদ্যাভবন প্রাঙ্গনে সারস্বত উৎসব এ এই তথ্যচিত্র টির শুভ মুক্তি হয়েছিল।তারপর রায়গঞ্জবাসীকে কুলিকের গুরুত্ব সম্পর্কে বোঝাতে এবং কুলিক দূষণ বন্ধের জন্য সচেতন করতে এই তথ্যচিত্র টি ইউটিউব এ দেওয়া হয় এবং ইতিমধ্যেই তথ্যচিত্রটির দর্শক সংখ্যা প্রায় ১০০০ ছুঁই ছুঁই,গতকাল প্রকাশ পেতে চলেছে তথ্যচিত্র টির DVD,ইতিমধ্যেই কুলিক দূষণ এর উপর নির্মিত এই তথ্যচিত্র শুধু রায়গঞ্জ বাসীর মনে ই সাড়া জাগায় নি এই তথ্যচিত্র ‘নদী বাচাও’ বার্তা ছড়িয়ে দিয়েছে পাশের শহর বালুরঘাট,মালদা তে থেকে শুরু করে সুদূর ‘কলকাতা’ কিংবা পাশের রাজ্য আসামেও,এমনকি এই তথ্যচিত্রের প্রভূত প্রশংসা করেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ এর মানুষও।এই তথ্যচিত্রর পরিচালক আকাশ চাকী জানিয়েছে তাদের এই কাজ দেখে যদি কুলিকের মতই,রাজ্যের,পাশাপাশি দেশের নদ-নদী দূষণের হাত থেকে রক্ষা পায় তবেই তাদের কাজ সার্থকতা লাভ করবে।

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *