বংশীহারী শিশু উদ্যানে অবাধে চলছে বিভিন্ন বয়সি ছেলেমেয়েদের অশ্লীলতা
1 min readশঙ্কর গুপ্তা বর্তমানের কথা :- বুনিয়াদপুরঃবংশীহারী ব্লক প্রশাসনের হাত ধরেই শিশু উদ্যানের উদ্বোদন করেছিলেন বেশ কয়েকবছর আগে তৎকালীন সমষ্টি উন্নয়ন আধিকারিক বনমালি রায়।বুনিয়াদপুর কোর্ট মোড়ে অবস্থিত এই শিশু উদ্যানটিতে শুরু থেকেই আনাগোনা হত শিশু সহ এলাকার বিভিন্ন মানুষের।কিন্তু বর্তমানে শিশুরা নয় উঠতি বয়সের ছেলেমেয়েদের ভিড়ে ঠাসা থাকে এই উদ্যান।অবাধে চলে অশ্লীল কার্যকলাপ।এর ফলে সমাজের শিক্ষিত মহল তথা শিশুদের অভিভাবকরা প্রায় পার্কে যাওয়াই বন্ধ করে দিয়েছেন লজ্জায়।প্রসঙ্গত এই উদ্যানের ঠিক বিপরীতে রয়েছে বংশীহারী উচ্চ বালিকা বিদ্যালয়।সেখানকার অল্পবয়সি ছাত্রীরা মাঝে মধ্যেই পার্কে চলে আসে।
প্রশ্ন হচ্ছে শিশু উদ্যানের মধ্যে এই রকম অশ্লীল কান্ডকারখানায় তাদের মনে বিস্তর প্রভাব ফেলছে। যা সমাজের একাংশের অভিযোগ।এছাড়া সন্ধ্যে হলেই বিভিন্ন বয়সি ছেলেমেয়েদের ভিড় হয় এখানে।এই শিশু উদ্যান ছাড়াও বাইরের রাস্তার পাশের কালীমন্দিরের বসার জায়গাতেও ভিড় জমায় অনেকে।এখন প্রশ্ন উদ্যানের পাশেই রয়েছে মহকুমা শাসকের আবাসন।কোন সাহসে ছেলেমেয়েরা উদ্যানের ভিতরেই নোংরা ও অশ্লীল কাজে লিপ্ত হয় ?আর যার ফলে যে কোনদিন অঘটন ঘটতে পারে।এই বিষয়ে বিডিও অতুল কৃষ্ন অধিকারীকে অনেকদিন আগে বলা হলে তিনি জানান যে,পার্কের গার্ডকে বলা আছে যদি কেউ আপত্তিকর অবস্থায় ধরা পড়ে তার উপযুক্ত শাস্তির ব্যাবস্থা নেওয়া হবে।আজ অবধি বিডিও কোনও ব্যাবস্থা না নেওয়ার দরুন উদ্যানে দিনরাত অশ্লীলতা বেড়েই চলেছে।