তেজোমহলের দাবি কাল্পনিক, আদালতের হলফনামায় মুখ পুড়লো গেরুয়া শিবিরের
1 min readনিজেস্ব প্রতিবেদক। বর্তমানের কথা তাজমহল আসলে শিবমন্দির-তেজোমহল। গেরুয়া শিবিরের এই কাল্পনিক ও ভিত্তিহীন দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিল ভারতের পুরাতত্ত্ব বিভাগ আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। সম্প্রতি বিজেপি সংসদ বিনয় কাটিয়ার তার বক্তব্যে বিনয়ের নূন্যতম লেশ না রেখেই হুমকি দিয়েছিলেন তাজমহল গুঁড়িয়ে ফেলার।বুধবার আগ্রার আদালতের হলফনামায় বলা হয়েছে, রাজনৈতিক নেতাদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে এই বিতর্কে ইন্ধন জুগিয়েছে। কিন্তু তেজোমহলের দাবি কাল্পনিক। এতে কোনো সত্যতা নেই।এএসআই-এর পক্ষ থেকে পেশ করা ঐ হলফনামায় আরো বলা হয়, তাজমহল আদতে মুঘল সম্রাট শাজাহান ও তাঁর পত্নী মমতাজ বেগমের সমাধি সৌধ। এডভোকেট রামেশ কুলশ্রেষ্ঠর দায়ের করা মামলার প্রেক্ষিতে এএসআই-এর আইনজীবী অঞ্জনী শর্মা বলেন, তাজমহলকে শিব মন্দির তেজোমহল বানানোর চেষ্টা চলছে। যেসব প্রমান আদালতে দেওয়া হয়েছে তার কোন ভিত্তি নেই। তথ্য প্রমাণ গুলি সম্পূর্ণ অবাস্তব ও কাল্পনিক।