চাঁদের দেশে হারিয়ে গেল চাঁদনি
1 min read।
পিয়া গুপ্তা ,বর্তমানের কথা :- চাঁদনির অকাল প্রযাণে শোকের ছায়া বিশ্ব জুড়ে ।শোক স্তব্ধ অগণিত ফ্যান ।আচমকা অসুস্থ হয়ে প্রয়াত হয়ে পড়েন বলিউডের চাঁদনি শ্রীদেবী।ছোটো থেকে বড়ো সকল পর্দাতেই বাজিমাত করে ফেলে ছিলেন বলিউডের চাঁদ শ্রীদেবী ।বহু নামী নামী ছবি তে তিনি কাজ করেছিলেন।তার অকাল মৃত্যুতে শোকের ছায়া বলিউডে ।মাত্র 54 বছর বয়সে তিনি মারা গেলেন।চাঁদনি ,হিম্মতযালা,নগিনা ,মিঃ ইন্ডিয়া,ইংলিস-ভিংলিস সহ বহু চলচিত্রে কাজ করে বহু খ্যাতি অর্জন করেন শ্রী। 5 টি ফিল্মফেযার অ্যাউর্যাড সহ বহু পুরস্কার তিনি পেয়েছিলেন ।জানা যায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ে মারা যান তিনি। শ্রীদেবীর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে ।
শ্রীদেবীর মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর স্বামীর ছোট ভাই সঞ্জয় কাপুর। রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অনিল কাপুরের ছেলের বিয়ে উপলক্ষে দুবাইয়ে ছিলেন শ্রীদেবী ও তাঁর পরিবার। অভিনেত্রীর মৃত্যুর সময় উপস্থিত ছিলেন তাঁর স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি। শ্যুটিংয়ের কাজে অন্যত্র ব্যস্ত থাকায় দুবাইয়ে ছিলেন না বড় মেয়ে জাহ্নবী কাপুর। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।শ্রীদেবীকে ১৯৭৮ সালে ‘ষোলওয়া সাওয়ান’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী। সৌন্দর্য্য ও প্রতিভার অধিকারী অভিনেত্রীকে মাত্র ৫ বছরের মধ্যেই জিতেন্দ্রের বিপরীতে ‘হিম্মতওয়ালা’ ছবিতে দেখা যায়। অল্প সময়ের মধ্যে রূপেও গুণে দর্শকদের মুগ্ধ করে ফেলেন শ্রী। হিন্দি ছবির প্রভাবশালী অভিনেত্রীদের তালিকায় উঠে আসে তাঁর নাম। চলতি বছরে শাহরুখখানের ‘জিরো’তেও বিশেষ ভূমিকায় দেখা যেত তাঁকে।কিন্তু তার আগেই তার এই ভাবে মৃত্যু তে শোকাহত সকলে।শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকাহত বলিউড এবং শ্রী-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবীকে স্মরণ করে চলছে বহু পোস্ট।শ্রী দেবীর প্রযাণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী ও।