নদীয়ার তেহট্ট থানার নওদা পূর্ব দফাদার পাড়ায় গতরাতে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মা ও দুই সন্তানের মৃত্যু
1 min readনিজস্ব প্রতিনিধি (বর্তমানের কথা) :নদীয়ার তেহট্ট থানার নওদা পূর্ব দফাদার পাড়ায় গতরাতে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। মৃতদের নাম
সাগরী বিবি (২৬), হালিমা খাতুন (৬) ও সরমিনা খাতুন (৪)। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে যে, ওই গৃহবধুর ঘর ভিতর থেকে বন্ধ ছিল। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক ধারণা।
মৃত সাগরী বিবির স্বামী সাহীন দফাদার পুনেতে একটি হোটেলে কাজ করেন। দু দিন আগেই বাড়ি ফেরেন। স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে ওই গৃহবধুর সাংসারিক বিবাদ চলছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
সাগরী বিবি (২৬), হালিমা খাতুন (৬) ও সরমিনা খাতুন (৪)। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে যে, ওই গৃহবধুর ঘর ভিতর থেকে বন্ধ ছিল। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক ধারণা।
মৃত সাগরী বিবির স্বামী সাহীন দফাদার পুনেতে একটি হোটেলে কাজ করেন। দু দিন আগেই বাড়ি ফেরেন। স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে ওই গৃহবধুর সাংসারিক বিবাদ চলছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন।