December 22, 2024

"অবাক জলপান" এর পথিক এবং "ডাকঘর" এর দইওয়ালা কালিয়াগঞ্জ শহরে

1 min read





তন্ময়চক্রবত্তী ,জয়ন্ত বোস, বর্তমানের কথা :- বর্তমানেক্রমবর্ধমান এগিয়ে চলা ইন্টারনেট যুগেবিনোদনের আস্বাদনেস্কুল পড়ুয়াথেকে অবসরপ্রাপ্তসকল স্তরেরমানুষের কাছেস্থান করেনিয়েছে শয়নেস্বপনের ভালোবাসারপ্রিয় বস্তুঅ্যান্ড্রয়েড আর এরই ফাঁক দিয়েগলে গিয়েছেসুকুমার রায়েরঅবাক জলপানএবং রবীন্দ্রনাথেরডাকঘর


কিন্তু কিঅকল্পনীয় , কি আশ্চর্য্য কালিয়াগঞ্জ শহরেসুকুমার রায় রবীন্দ্রনাথএক সুত্রেবাধা পরেগেছেমনে পরেছোটবেলার সেইগল্পের কথা?  সকালথেকেই হেঁটেচলা তৃষ্ণায়মগজের ঘিলুশুকিয়ে ওঠাসুকুমার রায়েরগল্পের পথিক, তৃষ্ণায় জলপানের জন্যতার কাতরকন্ঠে আবেদনএকটু জল পাওয়া যাবেএবংজলের পরিবর্তেসাতপাঁচ অভিনয়করতে থাকাঝুরিওয়ালা,বৃদ্ধ ,খোকা,মামার কথাতেমনি রবীন্দ্রনাথেরডাকঘর গল্পেরপাচমুড়া পাহাড়েরশামলি নদীরপাড়ে গ্রামের দইওয়ালারকথা 


আজ সংবাদ প্রতিবেদনেসংবাদ করতেগিয়ে দুটিবিখ্যাত গল্পেরকথা কয়েকটি চরিত্রেরকথা উল্লিখিতহলোএকদিকে অবাকজলপানের  সেইদিনের পথিক আজ কালিয়াগঞ্জ পৌরসভারঅনেক পথিকপৌর নাগরিকরা, অন্যদিকে ঝুড়ি ওয়ালা ,বৃদ্ধ , খোকা,মামার মতোঢপ মারা  সাতপাঁচবুঝানো ২৫বছরেরকংগ্রেস পরিচালিতপৌর বোর্ড, প্রাক্তন পৌরপতিআর ডাকঘড়গল্পের মতোসেই দইওয়ালা  আজকেরশ্রীমতি নদীরপারে কালিয়াগঞ্জশহরের নাগরিকস্বপ্নের ফেরিওয়ালাপৌরসভার পৌরপতিকার্তিক চন্দ্রপাল


অমলকে শেষঅবধি বিনাপয়সায় দইখেতে দিয়েছিলদইওয়ালা আরআজ ঘোষণাকরলেন ফেরিওয়ালাআগামী মার্চমাস থেকেকালিয়াগঞ্জ শহরের আপামর পথিকদের ডাবেরজল, ফটিকজল,নাকেরজল নয়পানীয় জলবিনা পয়সায়সরবরাহ করাহবেপ্রাক্তন পৌরপতি পৌরবোর্ডের পানীয়জল পেতেকানেকশন প্রতি৪০০০/- টাকাকরে লাগবেসেই সিদ্ধান্তকে নস্যা করেএক মানবিকসিদ্ধান্তের বার্তা পৌঁছে দিয়েছেন বিনাপয়সায় সকলেইপানীয় জলেরকানেকশন সহপানীয় জলপেতে চলেছেনসকল পথিকেরা মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়েরঅনুপ্রেরণায় এই প্রকল্পে আরো ১০কোটিটাকার বরাদ্দেরকথা ঘোষনাকরলেন মামাটি মানুষেরপৌর বোর্ডেরপৌরপতি স্বপ্নের  ফেরিওয়ালাকার্তিক পাল এই সংবাদে কালিয়াগঞ্জশহরের সকলস্তরের জনগণেরমুখে সর্বদাইপ্রশংসিত হচ্ছেনবাস্তব রুপকারস্বপ্নের নায়ক  পৌরপতিকার্তিক পালআর সেইসাথেই গল্পেরআসরে উঠেআসছে হারিয়েযাওয়া সুকুমাররায়েরঅবাক জলপানএবং রবীন্দ্রনাথেরডাকঘরগল্পের কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *