পঞ্চতত্বে বিলীন শ্রী দেবী।
1 min readনিউজ ডেক্স ,বর্তমানের কথা শূন্যে মেলালেন শ্রীদেবী। রেখে গেলেন ভালোবাসা, সাহস আর কিছু বেদনাও। মুম্বাইয়ের বিলে পারলে সেবা সমাজ শ্মশানে অনুষ্ঠিত হয় বলিউডের প্রথম নারী সুপারস্টারের শেষকৃত্য।
শ্রীদেবীর শেষকৃত্যে স্বামী বনি কাপুর চিতা প্রদক্ষিণ করেন। শ্রীদেবীর মরদেহর সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর, বনি ও মোনা কাপুরের ছেলে অর্জুন কাপুর, বনি কাপুরের ভাই অনিল কাপুর সহ পরিবারের সদস্যরা ছিলেন এদিন। শেষ যাত্রায় আরো ছিলেন প্রয়াত শ্রীদেবীর দুই মেয়ে খুশি ও জাহ্নবি কাপুর। শেষ যাত্রার আগে শ্রীদেবীকে দেয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মাননা।
মরদেহর ওপর রাখা হয় ভারতের পতাকা। লোখান্ডওয়ালা সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের সামনে চলে শ্রীদেবীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানাতে আসেন ভক্ত, বন্ধু, স্বজন, সাধারণ ও বলিউডের অভিনয়শিল্পীরা।
আন্ধেরি লোখান্ডওয়ালাতে শ্রীদেবীর বাড়ি ‘গ্রিন অ্যাক্রস’ এ বাতিল করা হয়েছে হলির আয়োজন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় মুম্বাই আসে শ্রীদেবীর মরদেহ। দুবাইতে ২৪ ফেব্রুয়ারি (শনিবার) রাতে হোটেলের বাথটাবের পানিতে ডুবে মারা যান শ্রীদেবী।