December 5, 2024

শাড়ি পরে যে ম্যারাথনে দৌড়ানো সম্ভব তা দেখিয়ে দিলেন ভারতের জয়ন্তী সম্পত কুমার

1 min read
শাড়ি পরাতে বর্তমানে বেশ অনীহা দেখা যাচ্ছে ভারতের আজকের প্রজন্মের মধ্যে। এই উৎসাহ ফিরিয়ে আনতেই শাড়ি পরে ম্যারথনে দৌড়ানোর সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের এই নারী। শাড়ি পরা নারীদের দৌড় দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিলেন ম্যারাথন স্থলে। কেউ কেউ আবার জয়ন্তীর উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ধুতিও পরে এসেছিলেন।যে সকল শাড়ি পরেন তাদের অধিকাংশই জানেন শরীরে শাড়ি জড়িয়ে রাস্তায় হাঁটা কতটা বিপজ্জনক। শাড়ি পরে হাঁটা-চলাতে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু শাড়ি পরে যে ম্যারাথনে দৌড়ানো সম্ভব তা দেখিয়ে দিলেন ভারতের জয়ন্তী সম্পত কুমার। এমন কঠিন একটি কাজ অতি সহজেই করে দেখিয়েছেন এই ভারতীয় নারী। প্রায় ২০,০০০ প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিয়ে ৪২ কিলোমিটার পথ শাড়ি পরেই অতিক্রম করেছেন তিনি। শাড়ি পরেই লড়েছেন গতির সঙ্গে। আর ছুঁয়েছেন ফিনিশিং লাইন। ফের এভাবেই শাড়ি পরে দৌড়তে চান জয়ন্তী। এবার তিনি গিনেস বুকে নাম তুলতে চান। শাড়ি পরে দৌড়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ড পেতে চান হায়দরাবাদের মহিলা। তবে এর জন্য প্রয়োজন ডাক্তারের ফিট সার্টিফিকেট। তা জোগাড় করার জন্য উঠেপড়ে লেগেছেন জয়ন্তী। নতুন করে শুরু করেছেন প্র্যাকটিস। শাড়ি পরেই অসাধ্য সাধন করতে হবে তাকে। এই মর্মেই যেন নিয়েছেন শপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *