December 5, 2024

২৫ বছরের বাম সাম্রাজ্য ভেঙে চুরমার ত্রিপুরা

1 min read
ত্রিপুরাবাসী চলো পাল্টাই‘-এর ডাকে সাড়া দিলেন নরেন্দ্র মোদীর  । আর তাতেই বাম সাম্রাজ্য ভেঙে চুরমার ২৫ বছরের । সিপিএমের দুর্গ গেরুয়া ঝড়ে লন্ডভন্ড । ৪০টির কাছাকাছি আসন পাওয়ার পথে বিজেপি। সিপিএম থামতে পারে ১৯টি আসনে।     বিজেপি পেয়েছিল মাত্র ১.৫ শতাংশ ভোট ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় । সেখান থেকে ৫ বছরের ব্যবধানেই তারা পেল ৪০.৫% ভোট। শরিক আইপিএফটি পেয়েছে ৮.৩ শতাংশ ভোট। রাজনৈতিক মহলের মতে, শূন্য আসন থেকে বিজেপির ত্রিপুরা জয় এককথায় বেনজির। এমন ফলাফলের পর মোদী ম্যাজিক শেষ হয়ে গিয়েছে, তা আর বলা যাবে না। বরং উত্তর-পূর্বে আরও জাঁকিয়ে বসল বিজেপির। এককালের গোবলয়ের দল আজ সর্বঅর্থেই সর্বভারতীয় হয়ে উঠল।     ত্রিপুরা জয়ের পরই বিজেপি নেতা রাম মাধব বলেন,  নরেন্দ্র মোদী ও বিজেপি কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে এই জয়।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *