December 5, 2024

খুব শীঘ্রই ছোট পর্দায় নতুন কমেডি শো নিয়ে ফিরছেন কপিল

1 min read

দেবাঞ্জলী চক্রবর্তী, কলকাতা  অবসান ঘটিয়ে ফের নতুন শো নিয়ে ফিরে আসছেন আট থেকে আশি সবার প্রিয়  কমেডি কিং কপিল শর্মা । নতুন শো, নতুন চমক ! খুব শীঘ্রই ছোট পর্দায় নতুন কমেডি শো নিয়ে ফিরছেন কপিল।সেই উপলক্ষ্যে কমেডিয়ান অভিনেতা নিজেই নিজেকে একটি উপহার দিয়েছেন যা শুক্রবার নিজের  টুইটার পেজে নিজের নতুন ভ্যানিটি ভ্যানের ছবি পোস্ট করে জানিয়েছেন । লিখেছেন, “..নতুন শো… নতুন ভ্যান’।”  দেশের শীর্ষস্থানীয় গাড়ি ডিজাইনার দিলীপ ছাবরিয়া এই গাড়িটি ডিজাইন করেছেন। আধুনিক সুবিধাযুক্ত মেকআপ রুম, বাথরুম, মিউজিক রুম সবকিছু মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে ।
কপিল শর্মা দর্শকদের জন্য নিয়ে ফিরছেন তার নতুন শো ” ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা”। দিন কয়েক আগেই একটি ছোট্ট টিজার এই  শেয়ার করেছিলেন তিনি নিজেই। এই নতুন ভ্যানিটি ভ্যানই তার এখন নিত্যসঙ্গী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *