পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটবে: যোগী আদিত্যনাথ
1 min readএবার কর্ণাটক, কেরল ও পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটবে বলে মনে করেন উত্তর-পূর্ব ভারতের জয়ে উচ্ছ্বসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সাংগঠনিক দক্ষতার জন্যই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটাই দল ক্ষমতায় থাকবে। যার নাম বিজেপি।এবার বিজেপিকে ভোট দিয়ে সেখানকার মানুষ সেই সুযোগ এনে দিলেন।
রবিবার যোগী লখনউয়ে দলের কার্যালয়েত্রিপুরা,নাগাল্যান্ডওমেঘালয়েরবিধানসভা ভোটে দলের ভালো ফল নিয়ে এক সংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, দীর্ঘদিন পর উত্তর-পূর্বের মানুষ এবারউন্নয়নের স্বাদ পাবেন। স্বাধীনতার পর উত্তর-পূর্বের এই রাজ্যগুলি উন্নয়নের দিক থেকে ভারতের মূলস্রোত থেকে পিছিয়ে পড়েছিল।