পরিঃ সাম্প্রতিক সময়ে সেরা ভয়ের ছবি
1 min readএক বৃষ্টির দিনে বিয়ের পাকা কথা সারতে পিয়ালির(ঋতাভরি) বাড়ি যাচ্ছিলেন অর্ণবের(পরমব্রত) পরিবার। হঠাৎ-ই গাড়ির ধাক্কায় মারা যান রুক্সানা(অনুষ্কা)-র মা। কিন্তু ঘটনাটিকে আত্মহত্যা বলেন অর্ণবের পরিবার। তবে মানবিকতার খাতিরে রুক্সানাকে সাহায্য করেন অর্ণব। শুরুর দিকে ঘটনার যোগসূত্র বুঝতে একটু অসুবিধা হলেও আসতে আসতে খুলে যাবে জটের সুতো। আকস্মিক ঘটনা, আঁতকে ওঠা, সব মিলিয়ে ভুতের মজা নিতে হলে যেতে আপনাকে হবেই নিকটবর্তী প্রেক্ষাগৃহে। পরমব্রত, ঋতাভরির সাধারণ বাঙালীয়ানা অভিনয় নজর কাড়তে বাধ্য।
অন্য দিকে অনুষ্কার রক্তশূন্য মুখ, তীক্ষ্ণ দৃষ্টি দেখে আপনার গায়ে কাঁটা দেবেই। এই ছবি নিবিড় ভাবে যোগযোগ আছে বাংলার সঙ্গে। পরিচালক হিসাবে ডেবিউ করলেন কলকাতার ছেলে প্রসিত রায়। ছবির অধিকাংশ শ্যুট হয়েছে কলকাতাতেই। গানগৃহ থেকে শুরু করে সাপোর্টিং রোলে দেখা গিয়েছে বাঙালি অভিনেতাদের। নিপুণ অভিনয়ের সঙ্গে নিখুঁত ক্যামেরার কাজ, সব মিলিয়ে দশে নয় দেওয়াই যাই পরিকে।
প্রযোজক হিসাবে এর আগেও নিজেকে প্রমাণ করেছেন মিসেস কোহলি। এনএইচ ১০, ফিলৌরির মতো ছবি দর্শককে উপহার দিয়েছেন তিনি।অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির জাগ্রতি হয়েছে ছবির শেষে। ছবি মুক্তি পেয়েছে বেশ কয়েকদিন হল। এখনও না দেখে থাকলে চট করে এই উইকেন্ডে প্ল্যান বানিয়ে নিন। ভুতের ভয় পাবেনিই। কথা দিলাম।