নিউজ ডেস্ক (বর্তমানের কথা) ঃ সাত পাকে বাঁধা পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।টলিউড সূত্রের খবর অনুযায়ী আংটি বদলের সঙ্গেই মঙ্গলবার সাড়ে ৯টা নাগাদ রেজিস্ট্রি হয় রাজ এবং শুভশ্রীর। টুইটারে নিজেদের আংটি বদলের ছবি পোস্ট করেছেন রাজ এবং শুভশ্রী।সম্পর্কের অনেক বাঁধা পেরিয়ে মঙ্গল সাত পাকে বাঁধা পড়লেন রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায় পরিবারের মেয়েকে নিজের রানি করে নিয়েছেন টলিউডের এই নামজাদা পরিচালক। শুভশ্রীকে ‘চিরদিনি তুমি যে আমার’ করে নিয়ে টুইটে পরিচালক রাজ লিখেছেন, “সব মতভেদের পর…আজ আমরা একে অপরকে বেছে নিলাম জীবনের বাকিটা পথ একসঙ্গে হাঁটব বলেই। সবার আশীর্বাদ এবং ভালবাসা কামনা করি।