জমি মাফিয়াদের দাপটে প্রকাশ্যেই দিনের আলোয় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জমি লুঠ
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা, জমি মাফিয়াদের দাপটে প্রকাশ্যেই দিনের আলোয় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জমি লুঠ ।সস্রস্ত্র মাফিয়াদের দাপটে আতঙ্কে গ্রামবাসিরা ।পুলিশ, প্রশাসন, ভুমি দপ্তরের মদত ছাড়ায় কি ভাবে দিনের পর দিন রেল, ভুমি এবং ফারাক্কা ব্যারেজের জমি বিপদজনক ভাবে কেটে বিক্রি করা হচ্ছে তানিয়ে প্রশ্ন তুলেছেন সাধারান মানুষ ছাড়াও সমস্ত রাজনৈতিক দল । তবু থামানো যায়নি এই বেআইনি কাজ । আর এখানেই প্রশ্ন উঠছে কার বা কাদের মদতে এই বিপদজনক কাজ চালিয়ে যাচ্ছেন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কালিয়াচক থানা এলাকার এই জমি মাফিয়ারা ।
বেশ কিছুদিন ধরেই মালদার কালিয়াচক থানা এলাকার খালতিপুর, জামির ঘাটা সহ বেশ কিছু ষ্টেশন সংলগ্ন জমি এবং ফারাক্কা ব্যারেজ ও ভুমি দপ্তরের জমি প্রকাশ্যেই দিনের আলোয় প্রায় ৪ থেকে ৫ টি জে সি পি মেসিন দিয়ে কেটে বিভিন্ন যায়গায় বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা । একাজে প্রতিদিন লাগানো হচ্ছে ৪০ থেকে ৫০ টি ট্রাক । প্রতিদিন বিক্রি হচ্ছে অন্তত ৩ থেকে ৪ লক্ষ টাকার মাটি । এত কিছু প্রকাশ্যে দিনের আলোতে হলেও কোন এক অদৃশ্য জাদুবলে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রশাসন নিরব । তবে এই সমস্ত ঘটনার কথা লিখিত ভাবে জেলার পুলিশ সুপার, জেলা শাসক এবং মালদা রেলওয়ে ডিভিশনের ম্যানেজারকে লিখিত ভাবে জানিয়ে অবিলম্বে এই বেআইনি, বিপদজনক কাজ বন্ধ এবং দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় বিধায়ক ঈশা খান চৌধুরী । কিভাবে চলছে প্রকাশ্যেই দিনের আলোতে এই সাম্রাজ্য । স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ এর পেছনে রয়েছে সীমান্ত পারের দুষ্কৃতিরা । ঘটনায় নেতা থেকে সাধারান মানুষ সকলেই জানেন স্থানীয় বাসিন্দা মুন্নু হাজি আর সাহাবুদ্দিনের নাম । যাদের মেসিন দিয়েই চলছে এই বেআইনি কাজ । প্রতিদিন সরকারী মাটি ৪০ থেকে ৫০ টি ট্রাকের মাধ্যমে গ্রামের ভেতর পাকা রাস্তা দিয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন ইট ভাটা, জলাজমি আর বাড়ি তৈরির কাজে । গাড়ি প্রতি দর ৭০০ থেকে ৮০০ টাকা । এই সব প্রায় সকলেই জানেন । জানেনা কেবল প্রশাসন । দিনের পর দিন রেলের মাটি চুরি করে বিক্রি হচ্ছে, চোখে দেখছেন, জানেন তবু আমাদের ক্যামেরার সামনে ব্যর্থ দায় এড়ানোর চেষ্টা জামির ঘাটা ষ্টেশনের ষ্টেশন মাস্টারের ।রেল এবং ভুমি দপ্তরের জমি এভাবে প্রকাশ্যেই কেটে নেওয়ায় যে কোন সময়েই ঘোটতে পারে দুর্ঘটনা । এক্ষেত্রে রেল দুর্ঘটনারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না ।রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রশাসনের একটা অংশের মদতেই একাজ চলছে বলে অভিযোগ মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের । তার অভিযোগ এই সরকারের আমলে রাজনৈতিক নেতা থেকেও বেশি প্রশাসন এবং আমলারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন