October 4, 2024

ক্রিকেটের আসর নন্দন কানন ইডেণ উদ্যান যেন হয়ে ঊঠেছে কালিয়গঞ্জ এর এই ত্রিধারা ক্লাবের পরিচালনায় দুই দিন ব্যাপি দিবা রাত্রি ক্রিকেট আসর কে ঘিরে

1 min read

শঙ্কর গুপ্তা  ঃ-উত্তরদিনাজপুর জেলার ত্রিধারা ক্লাবের পরিচালনায় দুই দিন ব্যাপি দিবা রাত্রি ক্রিকেট আসরের  আজ শেষ দিনে দারুন ভাবে জমে উঠেছে
সামনেই আই পি এল তাই এর ই মাঝে একটু ক্রিকেট  প্রেমিক মানুষদের একটু নতুন ভাবে  আনন্দ দিতে এই এই আসর।গতকাল ও আজ এই খেলা কে কেন্দ্র ক রে দশকরা দারুন আন ন্দ উপভোগ করেন।

এদিন কালিয়াগঞ্জ এর প্রাক্তন এক খেলয়ার তথা তৃণমূল যুব কংগ্রেস নেতা পিন্টু মোদক কে দেখা য়ায় মাইক হাতে নিয়ে খেলার ধারা বিবরনী দিতে।যে টা খেলা দেখতে আসা মানুষ দের কাছে ছিল বারতি  পাওনা


সব মিলে জমজমাট ক্রিকেটের আসর নন্দন কানন ইডেণ উদ্যান  যেন  হয়ে ঊঠেছে কালিয়গঞ্জ এর এই ত্রিধারা ক্লাবের পরিচালনায় দুই দিন ব্যাপি দিবা রাত্রি ক্রিকেট আসর কে ঘিরে ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *