এপ্রিল থেকে গ্যাসে ভর্তুকি উঠছে না, পিছু হটল কেন্দ্র
1 min read
কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, চলতি বছরের ১ এপ্রিল থেকে বন্ধ করা হবে রান্নার গ্যাসের ভর্তুকি। কিন্তু রান্নার গ্যাসে ভর্তুকি আপাতত উঠছে না।
কেবল প্রকৃত গরিবদেরই ভর্তুকিটুকু দেওয়া হবে। কিন্তু নতুন আর্থিক বছর শুরুর আগে তেমন কোনও নির্দেশিকা এসে পৌঁছয়নি তেল সংস্থাগুলির কাছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়েই কেন্দ্রীয় সরকার ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। গত বছর ৩১ জুলাই কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সংসদে ঘোষণা করেছিলেন, পরের অর্থবর্ষ, অর্থাৎ ২০১৮–১৯ সালের ১ এপ্রিল থেকে সাধারণ গ্যাস গ্রাহকদের দেওয়া মাসে ১২টি সিলিন্ডারের উপর ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। গৃহস্থের ১৪.২ কেজির সিলিন্ডারের উপর ওই নিয়ম কার্যকর হবে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, জুলাইয়ের গোড়া থেকেই সিলিন্ডার পিছু দু’টাকা করে দাম বাড়ানো শুরু হয়ে গিয়েছে।
ভর্তুকিযুক্ত সিলিন্ডারের উপর ওই বর্ধিত দাম কার্যকর হয়েছে। তিনি তেল সংস্থাগুলিকে নির্দেশ দেন, প্রতি মাসে ভর্তুকিযুক্ত সিলিন্ডার পিছু চার টাকা করে দাম বাড়াতে হবে। মার্চ পর্যন্ত এভাবে দাম বাড়ানোর প্রক্রিয়া চলবে। এরপর এপ্রিলের শুরুতে সিলিন্ডারের যে বাজারদর থাকবে, তা থেকে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দামের যে ফারাক হবে, সেটুকু দাম চুকিয়ে দিতে হবে ক্রেতাকে। এরপর আর কোনও সিলিন্ডার ভর্তুকিতে পাবেন না গ্রাহক। তাঁরা বাজারদরে সিলিন্ডার কিনতে পারবেন। তবে এ জন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির কোনও টাকা পাঠানো হবে না।
সেই
সময়
এই
ঘোষণায়
প্রবল
রাজনৈতিক
চাপের
মুখে
পড়েছিল
নরেন্দ্র
মোদির
সরকার। বিষয়টি নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠায় সেসময় পেট্রলিয়াম মন্ত্রী সাফাই দিয়েছিলেন, ভর্তুকি তুলে নেওয়ার নির্দেশিকা কার্যকর হবে শুধু সচ্ছল গ্রাহকদের ক্ষেত্রেই। গরিবদের ক্ষেত্রে তা বহাল থাকবে। যেহেতু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে সরকার গরিবদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার প্রকল্প ঘোষণা করেছে, সেখানে ভর্তুকিতে হাত দেওয়া হবে না, এমনই ইঙ্গিত দেন তিনি।
কেন্দ্রীয়
সরকারের
নির্দেশিকা
মতো
মাসে
মাসে
ভর্তুকিযুক্ত
সিলিন্ডারের
দাম
চার
টাকা
করে
বাড়াতে
শুরু
করে
তেল
সংস্থাগুলি। কিন্তু সেই ধারা থমকে যায় গত ডিসেম্বর মাসে। আচমকাই দেখা যায়, সিলিন্ডারের দাম আর বাড়াচ্ছে না কোনও সংস্থা। বাজারদরের পরিবর্তন হলেও, ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। কিন্তু এপ্রিল থেকে কী হবে, তা নিয়ে তখনও একটি শব্দও খরচ করেনি কেন্দ্র।