আফগান সেনা গত ২৪ ঘন্টায় ২৩ জঙ্গিকে নিহত করল
1 min read
কাবুল ,আফগান সেনা গত ২৪ ঘন্টায় ২৩ জঙ্গিকে নিহত করল ।
জানা গিয়েছে, এরমধ্যে ২ জন আইএস জঙ্গি। জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রক।প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, গজনি, ফারাহ, বাগদিস, বাগলান, তাখার, হেলমন্দ প্রদেশ জুড়ে অভিযান চালানো হয়েছে। সূত্রের খবরষ আহত ২৩ জঙ্গি। স্থানীয় টোলো নিউজ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানের সময় আহত হয়েছেন স্থানীয় তালিবান নেতা ওমারি।