কোন অবস্থাতেই মহেন্দ্রগঞ্জের নেতাজী উদ্যানকে বাঁশ হাটিতে পরিনত করতে দেওয়া হবেনা—–কার্তিক পাল
1 min read
তপন চক্রবর্তী : কোন অবস্থাতেই
মহেন্দ্রগঞ্জের দীর্ঘ দিনের নেতাজী উদ্যানকে বাঁশ হাঁটি বানাতে দেওয়া
হবেনা।যারা নেতাজী উদ্যানের মধ্যে বাস বিক্রির ব্যবস্থা করেছে কচিকাঁচাদের
খেলার জায়গা বন্ধ করে তারা অন্যায় কাজ করেছে।একাজ তারা নিজেদের ইচ্ছামত
করতে পারেনা।
মহেন্দ্রগঞ্জের দীর্ঘ দিনের নেতাজী উদ্যানকে বাঁশ হাঁটি বানাতে দেওয়া
হবেনা।যারা নেতাজী উদ্যানের মধ্যে বাস বিক্রির ব্যবস্থা করেছে কচিকাঁচাদের
খেলার জায়গা বন্ধ করে তারা অন্যায় কাজ করেছে।একাজ তারা নিজেদের ইচ্ছামত
করতে পারেনা।
এই কথাগুলো বললেন কালিয়াগঞ্জ পৌরসভার
চেয়ারম্যান কার্তিক পাল।চেয়ারম্যান কার্তিক পাল বলেন পৌরসভা ইতিমধ্যেই
নেতাজী উদ্যানের সংস্কার করবার জন্য প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছে বলে
জানান।জানা যায় হটাৎ করে মহেন্দ্রগঞ্জ বাঁশ ব্যবসায়ীদের সাথেএক গোপন চুক্তি
করে তাদের সমস্যার সুযোগ নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে শিশু উদ্যানের মধ্যে
বাঁশ হাট শুরু করে দেয় নেতাজী শিশু উদ্যানে থাকা নেতাজী স্পোর্টিং ক্লাবের
কর্তৃপক্ষ।এব্যাপারে ক্লাব কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে এই প্রতিবেদককে বলেন
ক্লাবের অর্থ সঙ্কট দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চেয়ারম্যান কার্তিক পাল।চেয়ারম্যান কার্তিক পাল বলেন পৌরসভা ইতিমধ্যেই
নেতাজী উদ্যানের সংস্কার করবার জন্য প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছে বলে
জানান।জানা যায় হটাৎ করে মহেন্দ্রগঞ্জ বাঁশ ব্যবসায়ীদের সাথেএক গোপন চুক্তি
করে তাদের সমস্যার সুযোগ নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে শিশু উদ্যানের মধ্যে
বাঁশ হাট শুরু করে দেয় নেতাজী শিশু উদ্যানে থাকা নেতাজী স্পোর্টিং ক্লাবের
কর্তৃপক্ষ।এব্যাপারে ক্লাব কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে এই প্রতিবেদককে বলেন
ক্লাবের অর্থ সঙ্কট দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে কোন সমস্যা
হবেনা।উদ্যানের একধারে বাস বিক্রি করা হবে।যদিও শিশু উদ্যানের ছবি সে কথা
বলেনা।শিশু উদ্যানকে বাঁশ হাঁটি বানানোর এই অবৈধ প্রচেষ্টার কথা কালিয়াগঞ্জ
শহর টি এম সির সভাপতি জয়ন্ত সাহাকে জানালে তিনি বলেন যারা এই কাজ করেছে
তারা অন্যায় করেছে।জয়ন্ত বাবু বলেন এটা কোন ভাবেই মেনে নেওয়া যাবেনা।এই কাজ
ক্লাব কর্তৃপক্ষ কোনভাবেই করতে পারেনা।মহেন্দ্রগঞ্জের মানুষ যারা এই কাজ
করেছে তাদেরকে ধিক্কার জানিয়েছে বলে জানা যায়।জানা যায় রাজ্য সভার প্রাক্তন
সদস্য গুরুদাস দাশগুপ্তের সংসদ কোটার অর্থে রাজ্যের প্রাক্তন অসামরিক ও
প্রতিরক্ষা দপ্তরের রাষ্ট্র মন্ত্রী শ্রীকুমার মুখার্জি 2001সালের13ই
নভেম্বর এই শিশু উদ্যানের নতুন ভাবে এর উদ্বোধন করেন।
হবেনা।উদ্যানের একধারে বাস বিক্রি করা হবে।যদিও শিশু উদ্যানের ছবি সে কথা
বলেনা।শিশু উদ্যানকে বাঁশ হাঁটি বানানোর এই অবৈধ প্রচেষ্টার কথা কালিয়াগঞ্জ
শহর টি এম সির সভাপতি জয়ন্ত সাহাকে জানালে তিনি বলেন যারা এই কাজ করেছে
তারা অন্যায় করেছে।জয়ন্ত বাবু বলেন এটা কোন ভাবেই মেনে নেওয়া যাবেনা।এই কাজ
ক্লাব কর্তৃপক্ষ কোনভাবেই করতে পারেনা।মহেন্দ্রগঞ্জের মানুষ যারা এই কাজ
করেছে তাদেরকে ধিক্কার জানিয়েছে বলে জানা যায়।জানা যায় রাজ্য সভার প্রাক্তন
সদস্য গুরুদাস দাশগুপ্তের সংসদ কোটার অর্থে রাজ্যের প্রাক্তন অসামরিক ও
প্রতিরক্ষা দপ্তরের রাষ্ট্র মন্ত্রী শ্রীকুমার মুখার্জি 2001সালের13ই
নভেম্বর এই শিশু উদ্যানের নতুন ভাবে এর উদ্বোধন করেন।