তৃণমূল সন্ত্রাস এর বিরুদ্ধে বুথরক্ষক কমিটি উত্তর দিনাজপুর জেলায় বিজেপির
1 min read
উত্তর
দিনাজপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনে সমস্ত গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সন্ত্রাস করে
জেতার চেষ্টা করবে। এই আশঙ্কা করে জেলার নয়টি ব্লকের দেড় হাজারেরও বেশি বুথে
বুথরক্ষক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিজেপি!
দিনাজপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনে সমস্ত গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সন্ত্রাস করে
জেতার চেষ্টা করবে। এই আশঙ্কা করে জেলার নয়টি ব্লকের দেড় হাজারেরও বেশি বুথে
বুথরক্ষক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিজেপি!
জেলা কার্যালয়ে নয়টি ব্লকের নেতাদের নিয়ে বৈঠক
করেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম। ওই বৈঠকে নির্মলবাবু আগামী এক সপ্তাহের
মধ্যে জেলার ১৫৫০টি বুথে বুথরক্ষক কমিটি গঠন করে ফেলার কাজ শেষ করার নির্দেশ দেন।
নির্মলবাবুর দাবি, গত তিন মাসে জেলার ১৪০০ বুথে বুথরক্ষক
কমিটি গঠন করার কাজ শেষ হয়েছে। বাকি ১৫০টি বুথে এক সপ্তাহের মধ্যে ওই কমিটি গঠনের
কাজ শেষ করা হবে।জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার,
করণদিঘি, ইসলামপুর, চোপড়া,
গোয়ালপোখর ১ ও ২ ব্লকের ৯৮টি
গ্রাম পঞ্চায়েতে ১৬৪৯টি আসন রয়েছে। নয়টি পঞ্চায়েত সমিতিতে ২৮৭ ও জেলা পরিষদে ২৬টি
আসন রয়েছে।
করেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম। ওই বৈঠকে নির্মলবাবু আগামী এক সপ্তাহের
মধ্যে জেলার ১৫৫০টি বুথে বুথরক্ষক কমিটি গঠন করে ফেলার কাজ শেষ করার নির্দেশ দেন।
নির্মলবাবুর দাবি, গত তিন মাসে জেলার ১৪০০ বুথে বুথরক্ষক
কমিটি গঠন করার কাজ শেষ হয়েছে। বাকি ১৫০টি বুথে এক সপ্তাহের মধ্যে ওই কমিটি গঠনের
কাজ শেষ করা হবে।জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার,
করণদিঘি, ইসলামপুর, চোপড়া,
গোয়ালপোখর ১ ও ২ ব্লকের ৯৮টি
গ্রাম পঞ্চায়েতে ১৬৪৯টি আসন রয়েছে। নয়টি পঞ্চায়েত সমিতিতে ২৮৭ ও জেলা পরিষদে ২৬টি
আসন রয়েছে।