প্রাক্তন মন্ত্রী করিম চৌধূরীর দল বাংলা বিকাশবাদী পার্টি সমর্থিত নির্দল প্রার্থী
1 min read
রোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃ শনিবার ইসলামপুর
ব্লকের জেলা
পরিষদের ৬
নং আসনে
তৃনমূল কংগ্রেসের
প্রার্থীকে জোরদার চ্যালেঞ্জের মুখে ফেলতে
পারে প্রাক্তন
মন্ত্রী করিম
চৌধূরীর দল
বাংলা বিকাশবাদী
পার্টি সমর্থিত
নির্দল প্রার্থী।একদা
করিম সাহেবের
ডান হাত
হিসাবেই পরিচিত
ছিলেন তৃনমূলের
জাভেদ আক্তার।এবার
এই আসনটি
মহিলা সংরক্ষিত
হয়েছে।তাই জাভেদ
সাহেবের স্ত্রী
ফারহাত বানু
তৃনমূল কংগ্রেসের
প্রার্থী হয়ে
শনিবার মনোনয়ন
পত্র দাখিল
করলেন ওই
আসনে।রাজ্যের প্রাক্তন
মন্ত্রী করিম
সাহেব সম্প্রতি
তৃনমূল ত্যাগ
করে বাংলা
বিকাশ বাদী
কংগ্রেস দল
গঠন করেছেন।কিন্তুু
এখনো দলীয়
প্রতীক পাননি।ফলে তিনি নির্দল
প্রার্থী দাড়
করানোর সিদ্ধান্ত
নিয়েছেন।
তাই ৬
নং আসনটিতে
তাঁর সমর্থিত
প্রার্থী জাহেদা
খাতুন শনিবার
মনোনয়ন পত্র
দাখিল করলেন।করিম
সাহেবের ইমেজ
ও ভোট
প্রচারে পুর্ণ
সমর্থন থাকবে
তাঁর প্রতি।এদিন
তিনি এমনি
জানান।
৬ নম্বর
আসনে হাড্ডাহাড্ডি
লড়াইয়ে সামিল
প্রয়াত সিপিএম
বিধায়ক ফারুক
আজমের স্ত্রী
আনমোল বেগমও।তিনিও
তার প্রয়াত
স্বামী একাধিক
বারের নির্বাচিত
বিধায়কের ইমেজকে
কাজে লাগাবার
চেষ্টা চালিয়ে
যাবেন।তবে তিনি
ফরওয়ার্ড ব্লকের
প্রতীকে দাঁড়াচ্ছেন
বলে জানিয়েছেন। প্রার্থী
যেইই হোকনা
কেন,তাতে
অবশ্য কিছু
যায় আসে
না ওই
আসনের বিদায়ী
জেলা পরিষদ
সদস্য জাভেদ
আখতারের।তিনি জানান,গত পাঁচ
বছরে এলাকায়
যে উন্নয়ন
হয়েছে তা
দেখেই সাধারণ
মানুষ এবং
ভোটাররা তার
পাশে থাকবেন।এবং জয়ের বিষয়ে
তিনি একশো
শতাংশ আশাবাদী।
ব্লকের জেলা
পরিষদের ৬
নং আসনে
তৃনমূল কংগ্রেসের
প্রার্থীকে জোরদার চ্যালেঞ্জের মুখে ফেলতে
পারে প্রাক্তন
মন্ত্রী করিম
চৌধূরীর দল
বাংলা বিকাশবাদী
পার্টি সমর্থিত
নির্দল প্রার্থী।একদা
করিম সাহেবের
ডান হাত
হিসাবেই পরিচিত
ছিলেন তৃনমূলের
জাভেদ আক্তার।এবার
এই আসনটি
মহিলা সংরক্ষিত
হয়েছে।তাই জাভেদ
সাহেবের স্ত্রী
ফারহাত বানু
তৃনমূল কংগ্রেসের
প্রার্থী হয়ে
শনিবার মনোনয়ন
পত্র দাখিল
করলেন ওই
আসনে।রাজ্যের প্রাক্তন
মন্ত্রী করিম
সাহেব সম্প্রতি
তৃনমূল ত্যাগ
করে বাংলা
বিকাশ বাদী
কংগ্রেস দল
গঠন করেছেন।কিন্তুু
এখনো দলীয়
প্রতীক পাননি।ফলে তিনি নির্দল
প্রার্থী দাড়
করানোর সিদ্ধান্ত
নিয়েছেন।
তাই ৬
নং আসনটিতে
তাঁর সমর্থিত
প্রার্থী জাহেদা
খাতুন শনিবার
মনোনয়ন পত্র
দাখিল করলেন।করিম
সাহেবের ইমেজ
ও ভোট
প্রচারে পুর্ণ
সমর্থন থাকবে
তাঁর প্রতি।এদিন
তিনি এমনি
জানান।
৬ নম্বর
আসনে হাড্ডাহাড্ডি
লড়াইয়ে সামিল
প্রয়াত সিপিএম
বিধায়ক ফারুক
আজমের স্ত্রী
আনমোল বেগমও।তিনিও
তার প্রয়াত
স্বামী একাধিক
বারের নির্বাচিত
বিধায়কের ইমেজকে
কাজে লাগাবার
চেষ্টা চালিয়ে
যাবেন।তবে তিনি
ফরওয়ার্ড ব্লকের
প্রতীকে দাঁড়াচ্ছেন
বলে জানিয়েছেন। প্রার্থী
যেইই হোকনা
কেন,তাতে
অবশ্য কিছু
যায় আসে
না ওই
আসনের বিদায়ী
জেলা পরিষদ
সদস্য জাভেদ
আখতারের।তিনি জানান,গত পাঁচ
বছরে এলাকায়
যে উন্নয়ন
হয়েছে তা
দেখেই সাধারণ
মানুষ এবং
ভোটাররা তার
পাশে থাকবেন।এবং জয়ের বিষয়ে
তিনি একশো
শতাংশ আশাবাদী।