প্রধান গঠনকে কেন্দ্র করে তৃণমূলের জয়ী এক প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল অন্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে
1 min read
প্রধান গঠনকে কেন্দ্র করে তৃণমূলের জয়ী এক প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল অন্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত প্রার্থী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বামনগোলা থানার মদনাবতী অঞ্চলের বারসিপাড়া গ্রামে। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বামনগোলা থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল প্রার্থীর নাম স্বপন ভৌমিক(৪৮)। অভিযুক্ত পিন্টু রায়, পরিমল রায় সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গিয়েছে, পিন্টু রায়ের স্ত্রী রানু রায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে জয়ী হয়। অভিযোগ, মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। অভিযোগ, পিন্টু রায় তার স্ত্রীকে রানু রায়কে প্রধান করার চেষ্টা করেন। তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠে স্বপন ভৌমিকের বিরুদ্ধে। বুধবার রাতে একটি অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফেরার সময় মোটর বাইক থামিয়ে তার উপর হামলা করার অভিযোগ উঠে পিন্টু রায় সহ ৫ জনের বিরুদ্ধে। কিল,ঘুসি,লাঠি দিয়ে মারধোরের অভিযোগ। এরপর পরিবারের লোকেরা জানতে পেরে আক্রান্তকে উদ্ধার করেপ্রথমে মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। তবে কি কারণে হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে বামোনগোলা থানার পুলিশ।