টরেন্টুলা উদ্ধারকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে
1 min read
অনুপ জয়সোয়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর বাজার এলাকায় টরেন্টুলা
উদ্ধারকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । খবর পেয়ে পিউপিল ফর
অ্যানিমেলস নামে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা দেবীনগর বাজার এলাকার একটি বাড়ি
থেকে টরেন্টুলাটিকে উদ্ধার করে নিয়ে যায়। এটি যে টরেন্টুলা তা জানান ওই
স্বেচ্ছাসেবী সংস্থাটি। সেটিকে তারা বন দপ্তরের হাতে তুলে দেন। বিষাক্ত এই মাকড়সা
প্রজাতির টরেন্টুলা উদ্ধার হওয়ায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে রায়গঞ্জ শহরের দেবীনগর
বাজার এলাকায়।
উদ্ধারকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । খবর পেয়ে পিউপিল ফর
অ্যানিমেলস নামে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা দেবীনগর বাজার এলাকার একটি বাড়ি
থেকে টরেন্টুলাটিকে উদ্ধার করে নিয়ে যায়। এটি যে টরেন্টুলা তা জানান ওই
স্বেচ্ছাসেবী সংস্থাটি। সেটিকে তারা বন দপ্তরের হাতে তুলে দেন। বিষাক্ত এই মাকড়সা
প্রজাতির টরেন্টুলা উদ্ধার হওয়ায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে রায়গঞ্জ শহরের দেবীনগর
বাজার এলাকায়।