সুন্দরবনের মানুষকে গাছ কাটা থেকে বিরত রাখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৮শত পরিবারকে ধুমহীন অত্যাধুনিক চুল্লি দেয়া হল।
1 min readসুন্দরবনের মানুষকে গাছ কাটা থেকে বিরত রাখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৮শত পরিবারকে ধুমহীন অত্যাধুনিক চুল্লি দেয়া হল।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা কাকদ্বীপ সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গাছপালা জঙ্গল রক্ষা করতে বিশেষ উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণগুপ্ত উদ্যোগে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এর ব্যবস্থাপনায় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ১৮ শত অত্যাধুনিক ধুম হীন চুল্লি তুলে দেওয়া হল ১৮০০ পরিবারের হাতে।তবে শুধু পরিবার নয় বিভিন্ন বিভিন্ন বিদ্যালয় আইসিডিএস সেন্টারে ও এই চুলী তুলে দেওয়া হয়েছে ।
মূলত সুন্দরবনের অধিকাংশ মানুষ রান্না করার জন্য কাঠ জ্বালান এর উপরে নির্ভর করে।সেই মতো দেখা যায় কোন কোন পরিবার বাইরে থেকে কাট কেনেন কোন কোন পরিবার নদীর চরসহ বিভিন্ন জঙ্গলের গাছপালা কাটেন।তারপর এই জঙ্গল ধ্বংস হচ্ছে কাটা হচ্ছে ম্যানগ্রোভ।তাই কাঠ কাটার হাত থেকে গাছপালা রক্ষা করতে ধুম হীন চুল্লী দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার তাদের সহযোগিতা করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এই চুল্লি পেয়ে এলাকার মানুষ খুবই খুশি।