।বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ টুরিস্ট ভিসা, সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা। আমদানি রপ্তানি বন্ধের মুখে।।
1 min read।বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ টুরিস্ট ভিসা, সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা। আমদানি রপ্তানি বন্ধের মুখে।।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি দু থেকে তিন মাস আগে যাদের ভিসা করা সেইসব পর্যটক রা যাতায়াত করছেন যা খুব কম।বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্যের প্রভাব।
আগে প্রতিদিন ৪০০ পন্যবাহী ট্রাক যেত বর্তমান সংখ্যা ১০০ কম। প্রভাব পড়েছে অর্থনিতীতে আগে বাংলাদেশের ১০০ টাকা প্রতি বাটা ছিল ৭২-৭৫ টাকা। বর্তমান নেমেছে ৬৯ টাকা। গজরা গাছ সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন আমরা যেসব পণ্য বাহী জিনিসপত্র রপ্তানি করছি সেগুলো পেমেন্ট অনেক দেরিতে আসছে ডলার দিনের পর দিন বেড়ে যাচ্ছে যার কারণে আগের থেকে সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে।