দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাটের যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা
1 min read
কমল কুমার বিশ্বাস(কুমারগঞ্জ)17ই জুন:-দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাটের যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা l কুমারগঞ্জের ব্যবসায়ী প্রাণকেন্দ্র হলো এই ডাঙ্গা বাজার l সমঝিয়া,জখিরপুর ও রামকৃষ্ণপুর পঞ্চায়েতের ঠিক মাঝ খানে অবস্থিত এই এলাকা l জনগণের সুবিধার্থেবছর ত্রিশেক পূর্বে তৈরী হয়েছিল এই বিশ্রামাগারটি l প্রতিদিন কয়েকহাজার নিত্যযাত্রীএইডাঙ্গাহয়েইকুমারগঞ্জব্লক,থা
না,বি.এল.আর.ওঅফিস,রেজিস্ট্রিঅফিস,হাসপাতাল,স্কুল,কলেজে যায় l জেলার অন্যান্য অংশের সাথে যোগাযোগেরও একমাত্র পথ এই ডাঙ্গা বাজার হয়েই l এমন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় নিত্যযাত্রীদের জন্য নেই কোনো শৌচাগার বা আশ্রয়ের জন্য নেই কোনো যাত্রী বিশ্রামাগার l বাম আমলে যে বিশ্রামাগারটি তৈরী হয়েছিল তা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে l এরফলে চরম সমস্যায় নিত্য যাত্রী থেকে শুরুকরে স্থানীয় মানুষ জন l রৌদ্র হোক বা বৃষ্টি নিত্যযাত্রীদের মাথা গোজার কোনো জায়গা নেই ,এমনকি কারোর যদি মলমূত্র ত্যাগের প্রয়োজন ঘটে তবে খোলা জায়গায় বা কোনো স্থানীয় বাসিন্দার বাড়িতে শৌচকর্ম করতে বাধ্য হন তারা l মহিলা দের দুরাবস্থা তো আরো করুন lএবিষয়ে স্থানীয় ব্যবসায়ী ধীরাজ অধিকারী জানান ,বহুবার প্রশাসনিক স্তরে কড়া নেড়েও কোনো লাভ হয়নি ,নিত্যযাত্রীরা সত্যি চরম দুর্ভোগের শিকার l যদি এমন ব্যস্ত ও গুরুত্বপূর্ণএলাকায় আধুনিক শৌচাগার ও বিশ্রামাগার বানানো যায় সরকারি উদ্যোগে তবে মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে l বিজেপির জেলা সদস্য রজত ঘোষ জানান – কেন্দ্রীয় সরকার দেশকে স্বচ্ছ করার আপ্রাণ চেষ্টা করলেও পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের অনীহায় তা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে l মেলা খেলা না করে যদি এইসব গুরুত্বপূর্ণ কাজে সরকার মন দিত তবে সাধারণ মানুষের উপকার হতো l