বিরোধী দলের ১০ জন জয়ী পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগদান করায় বিরোধীশূন্য গ্রামপঞ্চায়েত তৈরি হলো উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের ১ নং আলতাপুর গ্রামপঞ্চায়েত
1 min read
প্রদিপ সিনহা ঃ- বিরোধী দলের ১০ জন জয়ী পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগদান করায় বিরোধীশূন্য গ্রামপঞ্চায়েত তৈরি হলো উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের ১ নং আলতাপুর গ্রামপঞ্চায়েত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ আলতাপুরে ট্যাঙরপুর প্রাথমিক বিদ্যালয়ে করনদিঘীর তৃনমূল বিধায়ক মনোদেব সিনহা, করনদিঘী ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি সামসের আলি, ও জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য স্যামুয়েল মার্ডির উপস্থিতিতে বিরোধী দলের দশজন জয়ী পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগদান করেন। আলতাপুর ১ নং গ্রামপঞ্চায়েতের মোট ১৫ টি আসনের মধ্যে ৫ টি তৃনমূল, ২ টি বিজেপি, ২ টি সিপিএম, ৪ টি ফরওয়ার্ড ব্লক এবং ২ জন নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, ও নির্দল জয়ী প্রার্থীরা আজ সকলেই তৃনমূলে যোগদান করায় করনদিঘীর ১ নং আলতাপুর গ্রামপঞ্চায়েত বিরোধীশূন্য করল তৃনমূল কংগ্রেস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});