পুলিশ দিবস উপলক্ষ্যে তৃণমূল সমর্থিত সোস্যাল মিডিয়া “খেলা হবে” টিমের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় শুভেচ্ছা বিনিময়
1 min readপুলিশ দিবস উপলক্ষ্যে তৃণমূল সমর্থিত সোস্যাল মিডিয়া “খেলা হবে” টিমের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় শুভেচ্ছা বিনিময়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১ সেপ্টেম্বর:রবিবার ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানায় তৃণমূল কংগ্রেস সমর্থিত সোস্যাল মিডিয়া “খেলা হবে” টিমের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জির সাথে শুভেচ্ছা বিনিময় করে রাজ্য খেলা হবে টিমের ভাইস প্রেসিডেন্ট শুভ প্রতিম রায়,উত্তর দিনাজপুর জেলা খেলা হবে টিমের সুদীপ্ত ঘোষ,অনুপ সাহা,রাম রজক,অভিষেক সেন এবং বাপি পাল।
আজ পুলিশ দিবস উপলক্ষে কালিয়াগঞ্জ পুলিশ থানাতে তৃণমুল কংগ্রেস সমর্থিত সোশ্যাল মিডিয়া khelaHobe টিমের পক্ষ থেকে পুলিশের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম।।রাজ্য KhelaHobe টিমের ভাইস প্রেসিডেন্ট শুভ্র প্রতিম রায়, উত্তর দিনাজপুর জেলা KhelaHobe টিমের সদস্য সুদীপ্ত ঘোষ, অনুপ সাহা, রাম রজক, অভিষেক সেন, বাপি পাল উপস্থিত ছিল।।