December 5, 2024

বিস্ফোরক শুভেন্দু অধিকারী ‘পুলিশের জলকামানের জল শেষ, টিয়ার গ্যাস শেষ…!’ 

1 min read

বিস্ফোরক শুভেন্দু অধিকারী ‘পুলিশের জলকামানের জল শেষ, টিয়ার গ্যাস শেষ…!’

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ, যাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শহর কলকাতা ও হাওড়ার বেশ কিছু এলাকা। নবান্ন অভিযান ঘিরে এদিন উত্তেজনা হয় সাঁতরাগাছিতে ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা ৷ ব্যারিকেডের উপর উঠে স্লোগান চলে আন্দোলনকারীদের ৷ ব্যারিকেডের একাংশ ভাঙেন আন্দোলনকারীরা ৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসও ছোড়ে পুলিশ ৷ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এ বার সরাসরি আইনি সাহায্যের কথাও জানালেন তিনি।

একই সঙ্গে মঙ্গলবার শুভেন্দু বলেছেন, যদি আন্দোলনকারীদের মারধর করা হয়, তবে তিনি পথে নামবেন। দরকার হলে অবরোধ করবেন। অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবির পক্ষে জোর সওয়াল করলেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘‘যেভাবে আমাদের ডাক্তার বোনের উপর অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষের সফল কার্যক্রম। কিন্তু, পুলিশের উস্কানি ছিল। প্রচুর মানুষকে মারধর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে অসহায় করে দিয়েছেন। জল কামানের জল শেষ, কাঁদানে গ্যাসের গ্যাস শেষ। পুলিশকে বলব, হেস্টিংস, এমজি রোডে  যেভাবে লাঠি চার্জ করছেন, তা বন্ধ করুন।’’তিনি আরও বলেন, ‘‘সাঁতরাগাছিতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছিলেন। আমি ফোন করে তাঁদের শান্ত থাকার কথা বলেছি। হাওড়া ময়দানে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। আপনাদের কন্টেনার ভেঙে দিয়েছে। ব্রিজ টপকালে নবান্ন। পুলিশকে বলব, মারধর করা বন্ধ করুন। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে নির্বাচন হোক এবং সরকার পরিবর্তন হোক। এটাই আমরা চাই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *