সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ শাঅগ্নিগর্ভ হওয়ায় ,ভারত_বাংলাদেশ সীমান্তে নজর বাড়ালো বি এস এফ
1 min readসংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ শাঅগ্নিগর্ভ হওয়ায় ,ভারত_বাংলাদেশ সীমান্তে নজর বাড়ালো বি এস এফ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ জুলাই,সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ভারতবর্ষের পার্শ্ববর্তী বাংলাদেশ বর্তমানে অগ্নিগর্ভ।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেখ হাসিনা সরকার কঠোর ব্যাবস্থা নিয়েছে।বাংলাদেশের এই অশান্তির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সীমান্ত ট্পকে কোন ভাবেই ভারতে কেও প্রবেশ করতে না পারে ভারতীয় জোয়ানরা উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করেছে বলে জানা যায়।জানা যায় পশ্চিমবঙ্গে সর্বমোট ২৩০০ কিমি বাংলাদেশ সীমান্ত আছে।
যার মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক থেকে ইসলামপুর মহকুমার চোপড়া ব্লক পর্যন্ত আনুমানিক ২৭০ কিমি বাংলাদেশে সীমান্ত আছে। কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্ত দিয়ে রয়েছে ভারত_বাংলাদেশের মধ্যে দিয়ে আন্তর্জাতিক যোগাযোগ ব্যাবস্থা।ভারতের রাধিকাপুর ও বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থল বন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট।যদিও সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হতেই দুই দেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল এবং দুই দেশের মধ্যে দিয়ে যাতায়াত বর্তমানে বন্ধ আছে বলে সীমান্ত সূত্রে জানা যায়।তথাপি স্বাভাবিক কারনেই ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ সীমান্তের উপর ভারতীয় বি এস এফ জোয়ানরা করা নজরদারি রেখে চলেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।