ডালিমগাঁও স্টেশনে অতিরিক্ত রেল লাইন বসানোর কাজ শেষ হলে উত্তর ও দক্ষিণ ভারতের সাথে দ্রুত রেল যোগাযোগ ব্যাবস্থা হতে চলেছে
1 min readডালিমগাঁও স্টেশনে অতিরিক্ত রেল লাইন বসানোর কাজ শেষ হলে উত্তর ও দক্ষিণ ভারতের সাথে দ্রুত রেল যোগাযোগ ব্যাবস্থা হতে চলেছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ জুলাই:রাধিকাপুরে জমি জট থাকায় ডালিমগাঁও স্টেশনে নুতন রেল ট্রাক দ্রুত বসিয়ে সেখান থেকে উত্তর ভারত ও দক্ষিণ ভারত গামী দুটি ট্রেন চালু করার ব্যাবস্থা নেওয়া হচ্ছে।শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকা পুর স্টেশনে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমারের সাথে রায়গঞ্জের নবনির্বাচিত সাংসদ কার্তিক পালের একটি গুরুত্বপুর্ন বৈঠকে এই সিদ্ধান্তের কথা কার্তিক পাল জানান।তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন কালিয়াগঞ্জ স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে।এই কাজের মধ্যে কিছু কিছু নিম্ন মানের কাজের অভিযোগ তিনি পেয়েছেন
।যা ডি আর এম সুরেন্দ্র কুমার এবং সাংসদ কার্তিক পাল দেখে অবিলম্বে নুতন ইট দিয়ে কাজ পুনরায় শুরু করবার নির্দেশ দেন।ডি আর এম সুরেন্দ্র কুমার সাংবাদিকদের বলেন দিল্লীর ট্রেন খুব শীঘ্রই চালু করবার প্রচেষ্টা চলছে।আগামী সোমবার থেকে পুনরায় রাধিকাপুর থেকে ডি এম ইউ সকলের ট্রেনটি পুনরায় চালু হবে বলে ডি আর এম সুরেন্দ্র কুমার জানান।তিনি কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে বলেন মাস কয়েক আগে এই রেল প্রকল্পের কাজের ডিফ্রিজ করার নির্দেশ চলে এসেছে।
তবে খুব শীঘ্রই যাতে এই কাজ পুনরায় শুরু করা যায় সে ব্যাপারে আমাদের রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল যেমন এর মধ্যেই খুব চেষ্টা শুরু করেছেন তেমনি বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও প্রচেষ্টা শুরু করে দিয়েছেন।শুক্রবার বৈকাল চারটার দিকে কাটিহার থেকে বিশেষ রেলের সেলুন কারে করে রাধিকাপুর স্টেশনে ডি আর এম গেলে সেখানে রায়গঞ্জের সাংসদ একসাথে মিলিত হয়ে এই গুরুত্বপুর্ন বৈঠক শুরু করার সাথে রাধিকাপুর স্টেশন পরিদর্শন করেন।এর পরেই সেখান থেকে ডালিম কুমার গাঁও স্টেশনে রেলের ট্রাকের জমি দেখে আলোচনার পর ডি আর এম এবং সাংসদ কালিয়াগঞ্জ স্টেশনে আসেন।সেখানে এসে দুজনেই স্টেশনের বিভিন্ন কাজ পরিদর্শন করেন রেলের বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে।কিছুক্ষন কালিয়াগঞ্জ রেল স্টেশনের বিভিন্ন কাজ পরিদর্শন করার পর কাটিহারের উদ্দেশ্য রওনা হয়ে যান।রায়গঞ্জের সাং সদের সঙ্গে ছিলেন বিজেপি পৌর কমিশনার বিভাস সাহা, নন্দ দুলাল দাস,বর্ণালী দাস এবং পিয়ালি দাস সাহা।