December 22, 2024

মহা ধুমধামের সাথে মহেন্দ্র গঞ্জ নাট মন্দিরের ঐতিহ্যবাহী রথ যাত্রা উৎসব পালিত হল

1 min read

মহা ধুমধামের সাথে মহেন্দ্র গঞ্জ নাট মন্দিরের ঐতিহ্যবাহী রথ যাত্রা উৎসব পালিত হল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ জুলাই:প্রতি বছরের মত এবারেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের ঐতিহ্যবাহী রথ যাত্রার শুভ সূচনা হয় বৃষ্টিহীন একটি সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে।কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের রথ যাত্রা একটি ঐতিহ্যবাহী সুপ্রাচীন রথ উৎসব।কালিয়াগঞ্জ নাট মন্দির রথ যাত্রা উৎসব কমিটির সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন এই রথ যাত্রাকে কেন্দ্র করে রথ যাত্রার দিন থেকে ১৫ দিন ধরে বিরাট মেলার সূচনাও আজ থেকে হল।

 

এই সুন্দর রথকে দেখার জন্য বহুদূর থেকে ভক্তরা আসে।তারা রথ ও দেখে মেলাও উপভোগ করতে পারে।এই রথের মেলার বৈশিষ্ট এই মেলায় পাওয়া যায় চাহিদা অনুযায়ী মনের মত বিভিন্ন ধরনের সৌখিন খাট ও কাঠের দ্রব্য। এ ছাড়াও দুর দূরান্ত থেকে নানান ধরনের প্রসাধনী সামগ্রীর দোকান সাধারন মেলা দর্শনার্থীদের অতি সহজেই মন কেড়ে নেয়।প্রতি বছরের মত এবারও রাত্রি আটটার সময় বিবেকানন্দ মোড়ে অবস্থিত জগন্নাথ,বলরাম ও সুভদ্রা তাদের মাসীর বাড়ি ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে।আগামী ১৫ ই জুলাই পুনরায় তারা নাট মন্দির প্রাঙ্গণে উলটো রথের দিন ফিরে আসবে।কালিয়াগঞ্জ নাট মন্দির রথ উৎসব কমিটির বিশিষ্ট কর্ণধার সুদীপ ভট্টাচার্য বলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ শহরের নাট মন্দিরের রথ দেখবার বহুদূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন রথ দেখা ও ঐতিহ্যবাহি মেলা দেখবার জন্য।১৫ দিন ধরে এই রথের মেলাকে কেন্দ্র করে কোন রকম অপ্রিতিকর ঘটনা বা ঘটে তার জন্য ব্যাপক পুলিশি ব্যাবস্থা থাকে।রথের মেলার প্রধান বৈশিষ্ট্য জিলিপি ভাজা, নটকা ফল,ভেপো বাঁশের বাঁশি রথের দর্শনার্থীদের মন যে কোন সময় কেড়ে নেবে তাহলফ করে কেও বলতে পারবেনা। কালিয়াগঞ্জ শহরে ১৭ নম্বর ওয়ার্ডে মিলন পাড়ায় এবার এই প্রথম ইস্কনের উদ্যোগে একটি নুতন রথ উৎসব পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *