December 23, 2024

কালিয়াগঞ্জ ইস্কন মন্দিরের রথ যাবার পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে পৌর পিতা রাম নিবাস সাহা

1 min read

কালিয়াগঞ্জ ইস্কন মন্দিরের রথ যাবার পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে পৌর পিতা রাম নিবাস সাহা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ জুলাই:রবিবার ভারত বর্ষের পুরীর জগন্নাথ দেবের রথ যাত্রার সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মিলন পাড়ায় এবার ইস্কন মন্দিরের উদ্যোগে নুতন রথ বানিয়ে এবারই প্রথম জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল।প্রথম বছরেই কালিয়াগঞ্জ শহরের প্রচুর ভক্তদের অংশগ্রহনে এই রথ যাত্রা উৎসব সাফল্য লাভ করে।

 

কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রামনিবাস সাহা জগন্নাথ দেবের রথের রশি টেনে এই রথ যাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,বিশিষ্ট সমাজসেবী অসীম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী সজল সাহা কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক সহ কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনারগন।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা এবং বিশিষ্ট সমাজসেবী অসীম ঘোষ জগন্নাথ দেবের যাবার পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন বলে জানা যায়।রথ যাত্রা উপলক্ষে আদিবাসীদের উন্নতমানের নৃত্য উপস্থিত ভক্তদের হৃদ্য় জয় করতে সমর্থ হয়। ইস্কনের রথ যাত্রা উপলক্ষে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা বলেন কালিয়াগঞ্জ শহরে ইস্কনের মত আন্তর্জাতিক সংস্থার একটি মন্দির হতে যাওয়ায় তিনি ভীষন খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *