December 23, 2024

দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল আজ থেকেই । বিশ্বদেব মঠে কাঠাম পূজার মধ্য দিয়ে সূচনা হল দুর্গাপুজোর প্রস্তুতি

1 min read

দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল আজ থেকেই । বিশ্বদেব মঠে কাঠাম পূজার মধ্য দিয়ে সূচনা হল দুর্গাপুজোর প্রস্তুতি

রথ যাত্রা বাঙালিদের কাছে বড় উৎসব। কারণ এই রথযাত্রার দিন থেকে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। আজ থেকে ঠিক 90 দিন পরে দুর্গাপুজো। কাউন্ট ডাউন শুরু হয়ে গেল আজ থেকেই।মেঘলা আকাশের মাঝে মাঝে বৃষ্টি ও আকাশে ভেসে বেড়ানো পেজা তুলার মতো মেঘ লুকোচুরি।

 

আগাম বার্তা বয়ে আনছে দশভূজা দেবীর আগমনী।রথযাত্রা পূর্নতিথিতে ঢাকের বাদ্যি জানান দিচ্ছে ‘মা আসছেন মর্তে। দীর্ঘ ধারাবাহিকতা আর পরম্পরা মেনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের নসিরহাট এলাকায় অবস্থিত বিশ্বদেব মঠে কাঠাম পূজার মধ্য দিয়ে সূচনা হল।আশ্রমের স্বামীজি শ্বিবাত্মানন্দ মহারাজের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পূজার হয়।রবিবার প্রথমে কচিকাচা ছাত্রছাত্রী ও মাতৃমন্ডলী নিয়ে একটি সসজ্জিত রথ আশ্রম থেকে বেরিয়ে এলাকা পরিক্রমা করে আশ্রমে ফিরে আসে।এরপর ঢাকের বোল ও মায়েদের উলুধ্বনীর মধ্য দিয়ে কাঠাম পূজার আয়োজন হয়। এবছর বিশ্বদেব মঠের দূর্গাপূজা ১২ তম বর্ষে পদার্পন করেছে।তেমন বড় ধরনের পূজার আয়োজন না হলেও নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা হয়ে থাকে।পূজার চারটি দিন প্রচুর মানুষের সমাগম হয় আশ্রমে।আজ থেকেই পূজার দিন গোনা শুরু বিশ্বদেব মঠে।বাঙ্গালীদের ১২ মাসে ১৩ পার্বণ। আর এই তেরো পার্বণের শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপূজা। বছর পর বাঙালিদের মন থাকে উচাটন কবে মা আসবে মর্তে। এবার আর সবুর হলো না মায়ের আগমনী বার্তা নিয়ে আজ রথযাত্রার দিন শুভ সূচনার দিন দুর্গা প্রতিমার কাঠামো পূজা হয়ে গেল কালিয়াগঞ্জ এর বিশ্বদেব মাঠের।এখানে দেখা গেল মহিলাদের মধ্যে যেমন উৎসাহ তেমন কচিকাঁচাদের মধ্যেও চরম উৎসাহ।ঢাক ,কাসর ,বান্ড এর পাশাপাশি মহিলারা ফুল ছিটিয়ে উলু ধ্বনি দিয়ে কাঠামো পূজা করেন।প্রতিবছর এই দিনে আগে এই মঠের পক্ষ থেকে প্রথমে রথ এর দড়ি টেনে কয়েকটি গ্রাম পরিদর্শন করার পর দুর্গা প্রতিমার কাঠামো পূজা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *