পশ্চিমবাংলায় চলছে মধ্যযুগীয় বর্বরতা,এর অবসান দরকার সন্দেশখালি,চোপড়া কোন বিচ্ছিন্ন ঘটনা নয়
1 min readপশ্চিমবাংলায় চলছে মধ্যযুগীয় বর্বরতা,এর অবসান দরকার সন্দেশখালি,চোপড়া কোন বিচ্ছিন্ন ঘটনা নয়
পশ্চিমবাংলায় চলছে মধ্যযুগীয় বর্বরতা,সন্দেশখালী,চোপড়া কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় সন্দেশখালির মতন ঘটনা ঘটেই চলছে। কোনটা প্রকাশ্যে আসছে আর কোনটা আসছে না।শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধান সভা উপ নির্বাচনের প্রচারে এসে এই মন্তব্য করেন প্রাক্তন সাংসদ তথা প্রদেশ নেতা অধীর রঞ্জন চৌধুরী।তিনি এদিন রায়গঞ্জ শহরে একটি হুড খোলা গাড়িতে করে রায়গঞ্জ শহরে প্রচারে বেরিয়ে বলেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। একটা রাজ্য সরকারের সব দপ্তরে দুর্নীতির ঘুঘুর বাসা।মন্ত্রী থেকে আমলা জেলে।
এর পরেও কিভাবে তৃণমূল নামক দলটি মানুষের সামনে মুখ দেখিয়ে ভোট প্রচারে নেমে মানুষের কাছে ভোট চাইতে পারে? তিনি চোপড়ার ঘটনাকে বর্বর রচিত আখ্যা দিয়ে বলেন যেহেতু এই ঘটনাটি সোসাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে চলে এসেছিল তাই মানুষ জানতে পেরেছে সত্য ঘটনা ।কিন্তু এরকম অনেক ঘটনা প্রকাশ পাচ্ছে না।অনবরত ঘটেই চলছে। তিনি বলেন এরকম সন্দেশখালী বাংলার প্রত্যেকটি জেলাতেই আছে। কোনোটা ধরা পড়ে কোনটা ধরা পড়ে না। এই বাংলায় মধ্যযুগীয় বর্বরতা তৃণমূলের উদ্যোগে চলছে। তাই সন্দেশখালি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ এই বাংলায় পুলিশ প্রশাসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েই চলবে। তাই বাংলার মানুষ খুবই আতঙ্কগ্রস্থ।অধিরবাবু বলেন রায়গঞ্জ বিধান সভা উপ নির্বাচনে রায়গঞ্জের রূপকার মোহিত সেনগুপ্ত কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে।এই মানুষটি রায়গঞ্জের উন্নয়নে যেটুকু কাজ করেছে তার পর আর কোন উন্নয়ন হয়নি।তাই রায়গঞ্জের মানুষ অত্যন্ত সচেতন।সচেতনতার নিরিখেই এবারের রায়গঞ্জ বিধান সভার উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই মনে হয় যদি স্বচ্ছ ভাবে ভোট হতে পারে।অধিরবাবু বলেন রায়গঞ্জ বিধান সভা উপ নির্বাচনে রায়গঞ্জের রূপকার মোহিত সেনগুপ্ত কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে।এই মানুষটি রায়গঞ্জ বিধান সভার বিধায়ক থাকার সময় উন্নয়নে যেটুকু কাজ করেছে তার পর আর কোন উন্নয়ন হয়নি।তাই রায়গঞ্জের মানুষ অত্যন্ত সচেতন।সচেতনতার নিরিখেই এবারের রায়গঞ্জ বিধান সভার উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই মনে হয় যদি স্বচ্ছ ভাবে ভোট হতে পারে।প্রকাশ থাকে যে,আগামী ১০ ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন হতে চলেছে।এবারের উপনির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।ভোটের ফলাফল জানা যাবে আগামী ১৩রা জুলাই।