উত্তর দিনাজপুর জেলার ছোটপারুয়া জুনিয়ার হাই স্কুলে সরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে হুল দিবস পালন
1 min readউত্তর দিনাজপুর জেলার ছোটপারুয়া জুনিয়ার হাই স্কুলে সরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে হুল দিবস পালন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ জুন:রবিবার সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ী দুই গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ছোটপারুয়া জুনিয়ার হাই স্কুলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবারও অমর শহীদ সিধু ও কানুর স্মরণে ঐতিহ্যবাহী হুল দিবস নান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিন্দজুর জেলার অতিরিক্ত জেলা শাসক রবি আগরওয়াল,মানস মণ্ডল,রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি,রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক সেরন তামাং এবং বিশিষ্ট আদিবাসী নেতা গোপাল মুর্মু সহ অনেকেই। অনুষ্ঠানে অমর শহীদ সিধু ও কানুর সম্পর্কে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখার পর
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করলে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানায়।অন্যদিকে আদিবাসী সমাজের যুবক যুবতীদের উৎসাহ যোগাতে বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য হল তীরন্দাজ প্রতিযোগিতা।