অবৈধ ফুটপাথ দখল মুক্ত করতে কালিয়াগঞ্জ পৌরসভার সাথে পুলিশের যৌথ অভিযান শুরু_
1 min readঅবৈধ ফুটপাথ দখল মুক্ত করতে কালিয়াগঞ্জ পৌরসভার সাথে পুলিশের যৌথ অভিযান শুরু
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ জুলাই:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে যাওয়া রায়গঞ্জ_বুনিয়াদপুর ১০ নম্বর রাজ্য সড়কের ধারে অবৈধ ভাবে ফুটপাথ দখল মুক্ত অভিযানে নামেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,উপ পৌর পিতা ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ পৌর সভার যৌন্সিলারগন,কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জী সহ পৌর সভার বিভিন্ন দপ্তরের আধিকারিকগন।রাজ্য সড়কের ধারে অবৈধ ভাবে ফুটপাথ দখলমুক্তের কাজ শুরু হয় শহরের বিবেকানন্দ মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত।যে সমস্ত ব্যবসায়ীরা মানুষের চলাচলের জন্য তৈরি করা ফুটপাথ অবৈধ ভাবে তাদের ব্যবসায়ের সমস্ত দ্রব্য দিয়ে দখল করে রেখেছে তাদের কাছে পৌর পিতা রাম নিবাস সাহা আবেদন করলে ব্যবসায়ীরা আবেদন সারা দিয়েছেন বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।
পৌর পিতা রাম নিবাস সাহা বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আমাদের কালিয়াগঞ্জ শহরে অবৈধভাবে যারা ফুটপাথ দখল করে ব্যাবসা করে যাচ্ছিলেন তাদের অবগতির জন্য পৌর সভার পক্ষ থেকে তিন দিন মাইকিং করে সতর্ক করা হয়েছিল।সেই মত আমরা তাদের কাছে আবেদন করেছি শহরের নাগরিকদের চলা ফেরার সুবিধার্থে।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন মানুষের সাথে মানুষের মত ব্যবহার করেছি আমরা কালিয়াগঞ্জ পৌর সভা ও কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন। ফলে আমাদের সাথে কালিয়াগঞ্জ শহরের ফুটপাথ দখলকারীদের মধ্যে কোন রকম বিতর্কের সৃষ্টি হয়নি।তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার ফলে আমাদের অভিযান সহজ হয়েছে বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।রাজ্যের অন্যান্য স্থানে ফুটপাত দখল মুক্ত করতে যে ধরনের অমানবিক ঘটনা ঘটে চলেছে সেক্ষেত্রে কালিয়াগঞ্জ পৌর সভা কিভাবে মানবিক পৌর সভার পরিচয় দিল এই প্রশ্নের উত্তরে পৌর পিতা বলেন প্রথমে আমরা সবাই মানুষ।আমাকে অনেক কিছু বুঝে শুনে কাজ করতে হবে।মানুষের সুবিধা অসুবিধা বুঝতে অবশ্যই হবে।জনগণ আমার দ্বারা ভালো কিছু আশা করার ফলেই আমাকে পৌর পিতার আসনে বসিয়েছেন।তাই তাদের প্রতি আমারও কিছু করার ছিল।আমি সেই কাজটা করেছি যাতে কারো কোন অসুবিধা হয়নি।মাথা ঠাণ্ডা করে কাজ করলে সব কাজই করা সম্ভব।তাই সামান্য একটা জায়গায় একটু না ভাঙার কারনে ড্রেনের কাজ যেটা বন্ধ হয়ে ছিল সেই কাজটা আমি আজকেই করে ফেলবো বলে আমার বিশ্বাস।মানুষের উপর বিশ্বাস আছে বলেই দেরিতে হলেও সেই অসম্ভব কাজটি আজ মানুষের স্বার্থেই হবে পৌর সভাকে বুল ডোজার দিয়ে ভাঙতে হবেনা বলেই তার বিশ্বাস।পৌর পিতা বলেন তার কাছ থেকে ভালো পরিষেবা পাবার জন্য মানুষ পৌর পিতার আসনে বসিয়েছে।তাই আমি সেই ভালো কিছু দেবার চেষ্টা করেছি মাত্র সবার সহযোগিতা নিয়ে।